Mon. Sep 15th, 2025
Advertisements

11খোলা বাজার২৪, সোমবার, ২৮ ডিসেম্বর ২০১৫ : তিন বছর পর বিজ্ঞাপনচিত্রে মডেল হলেন জনপ্রিয় অভিনেত্রী তারিন। হাতিল ফার্নিচারের এই বিজ্ঞাপনের শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এটি পরিচালনা করেছেন শঙ্কু দাশগুপ্ত। এ প্রসঙ্গে তারিন বলেন, ‘অনেক বিজ্ঞাপনচিত্রেরই প্রস্তাব পাই। কিন্তু আমি সেই কাজটাই করি, যে পণ্যের ব্যাপারে আমার নিজের ইতিবাচক ধারণা আছে।’ তিনি আরো বলেন, ‘আমার বাসায় এই প্রতিষ্ঠানটির আসবাব রয়েছে। এর মানের ব্যাপারেও আমার ভরসা আছে। তাছাড়া প্রতিষ্ঠানটির যথেষ্ট সুনাম রয়েছে। তাই এই কাজটি করেছি।’ এই বিজ্ঞাপনের পুরো শুটিং হয়েছে ঢাকায়।
বিজ্ঞাপনে কাজ করার ব্যাপারে তারিন বলেন, ‘নাটকের গল্প তো অনেক সময় ধরে হয়। কিন্তু বিজ্ঞাপনচিত্রে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো ব্যাপারটি তুলে ধরতে হয়। সত্যিই এর মধ্যে অন্য রকম এক মজা আছে। আশা করি, আমার নতুন বিজ্ঞাপনটি দর্শকদের আকৃষ্ট করবে।’ বর্তমানে তারিন নাটকের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।
এনটিভিতে এখন প্রচারিত হচ্ছে তার অভিনীত ‘গ্র্যান্ড মাস্টার’ এবং এটিএন বাংলায় বিবিসি প্রযোজিত ‘উজান গাঙের নাইয়া’। প্রথম নাটকটির শুটিং শেষ এবং পরের নাটকটির ষষ্ঠ পর্ব থেকে তাকে দেখা যাবে। এর পাশাপাশি তিনি এক ঘণ্টার নাটকের কাজও করছেন বলে জানিয়েছেন।