Sun. Sep 14th, 2025
Advertisements

 

100খোলা বাজার২৪, সোমবার, ২৮ ডিসেম্বর ২০১৫ : সম্প্রতি রাজধানীর গুলশানের একটি হোটেলে ডিবিবিএল মোবাইল ব্যাংকিং এর এজেন্ট ঈদ ক্যাম্পেইন ২০১৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই ক্যাম্পেইনে দেশ সেরা এজেন্ট হিসেবে জনাব জাহাঙ্গীর আলম একটি মোটরসাইকেল জিতে নেন এবং এছাড়াও সারা দেশের আরও ২৭ জন এজেন্ট ২৭টি ল্যাপটপ জিতে নেন।
উল্লেখ্য যে, এই ক্যাম্পেইনে সারা বাংলাদেশের এজেন্টগণ অংশগ্রহণ করেন। পরর্বতীতে তাদের লেনদেনের উপর ভিত্তি করে সারা দেশের মোট ২৬৯ জন এজেন্টকে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করেন ডাচ্-বাংলা ব্যাংকের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব কে. এস. তাবরেজ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল কাশেম মোঃ শিরিন, ডাচ্-বাংলা ব্যাংক ফিন্যান্সিয়াল ইনক্লুসন ডিভিশনের প্রধান জনাব মোঃ আবুল কাশেম খান এবং অন্যান্য র্ঊধ্বতন র্কমর্কতা বৃন্দ।