Sun. Sep 14th, 2025
Advertisements

 

Riksa ralyখোলা বাজার২৪, সোমবার, ২৮ ডিসেম্বর ২০১৫ : স্কুলে ভর্তি,ঝরে পড়া রোধ ও শিক্ষা সমাপ্তি বিষয়ক ক্যাম্পেইন কর্মসূচীর আওতায় অন্তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে গত ২৮ ডিসেম্বর উঠান বৈঠক ও রিক্সা র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।রিক্সা র‌্যালী কর্মসূচীর শুভ উদ্ভোধন করেন শিবপুর শহীদ আসাদ সরকারী কলেজের উপাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম ভূইয়া।অন্তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মতিউর রহমান ভূইয়া জাকির এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অনিতা পাল,ভিডিএস এর নির্বাহী পরিচালক মোঃ শাহজাহান মিয়া,নরসিংদী মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সৈয়দা মুনিরা বেগম,মুক্তিযোদ্ধা ও শ্রমিক নেতা হাতেম খাঁন,গণস্বাক্ষরতা অভিযান এর কার্যক্রম কর্মকর্তা কাজি আশিক এলাহী,গ্রামীণ কৃষক দারিদ্র বিমোচন আত্ম কল্যান সংস্থার নির্বাহী পরিচালক সেলিনা জাহান প্রমুখ।গণস্বাক্ষরতা অভিযান ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগীতায় শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের শমসের জুট মিল গেইট থেকে একটি বর্ণাঢ্য র‌্যালীটি চরসুজাপুর,ভরতের কান্দী,শেরপুর হয়ে ভরতের কান্দী বাজারে গিয়ে শেষ হয়।শতাধিক রিক্সা রংবেরঙের ব্যানার ফেষ্টুন ও ব্যান্ড পার্টি নিয়ে স্কুলে ভর্তি,ঝরে পড়া রোধ ও শিক্ষা সমাপ্তি বিষয়ক ক্যাম্পেইন এর শ্লোগান দিয়ে রিক্সা র‌্যালীটি রাস্তা অতিক্রম করে।গ্রামের সকল বয়সের লোকজন রাস্তার দুপাশে দাড়িয়ে র‌্যালীকে স্বাগত জানান। র‌্যালীতে অংশগ্রহণকারী সবার মুখে মুখে শ্লোগন ছিল “শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো,আর রবনা পিছে পড়ে,শিক্ষার আলো জ্বালব ঘরে,সব বয়সের পুরুষ নারী,লেখা পড়া শিখতে পারি,প্রযুক্তি আর দক্ষতা আনবে সুখ স্বাক্ষরতা”