Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

29খোলা বাজার২৪, সোমবার, ২৮ ডিসেম্বর ২০১৫ : বিশ্বের সবচেয়ে বড় তারকাদের দলে স্থান পেয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। পরিসংখ্যানে প্রকাশিত হয়েছে তার আরও কিছু তথ্য, যার ভিত্তিতে অনেকেই দাবি করছেন তিনি বিশ্বের সবচেয়ে বড় তারকা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফোর্বস। ভারতীয় চলচ্চিত্র এখন সংখ্যার দিক দিয়ে চীন ও হলিউডকে ছাড়য়ে গেছে। ২০১২ সালে হলিউডের সিনেমার টিকিট বিক্রি থেকে আয় হয় ১.৩৬ বিলিয়ন ডলার।
অন্যদিকে বলিউডের সিনেমার টিকিট বিক্রি থেকে আয় হয় ২.৬ বিলিয়ন ডলার। ২০১৪ সালে শাহরুখ খান হলিউডের নায়ক টম ক্রুজের চেয়েও বেশি আয় করেন। শাহরুখের রয়েছে নিজস্ব প্রডাকশন হাউজ রেড চিলিস এন্টারটেইনমেন্ট। এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স ও শিশুদের বিনোদন প্রতিষ্ঠান কিডজ্যানিয়ার মালিক তিনি। ১৯৮০ দশকের শেষের দিকে বেশ কিছু টেলিভিশন সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে তাঁর অভিনয় জীবন শুরু করেন। ১৯৯২ সালে দিওয়ানা চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। এরপর তিনি অসংখ্য বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রে অভিনয় করেন। শাহরুখ খান চৌদ্দবার ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। এর মধ্যে আটটিই সেরা অভিনেতার পুরস্কার। তিনি বলিউডের অন্যতম সফল অভিনেতা।
হিন্দি চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য ২০০৫ সালে ভারত সরকার শাহরুখ খানকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে। শাহরুখ খানকে সম্মানসূচক ডক্টরেট উপাধিতে ভূষিত করেছে স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়। শুধু ভারতীয় উপমহাদেশে নয়, সর্বত্রই তার ভক্তের দেখা পাওয়া যায়। এ বছর শাহরুখ খান ৫০ বছর বয়সে পা দিয়েছেন। তার পরেও তিনি বিভিন্ন বয়সের নায়কের চরিত্রে অভিনয় করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘চলচ্চিত্রে অভিনেতাদের কোনো বয়স থাকে না। আপনি কোনো অভিনেতাকে এজন্য পার্থক্য করতে পারবেন না। আপনি শুধু আপনার চরিত্রে অভিনয় করতে পারবেন। আপনার এ বিষয়টি মাথায় রাখতে হবে যে, আপনাকে নতুন কিছু দিতে হবে। অভিনেতা হিসেবে আপনাকে অন্যের কাছ থেকে শিখতে হবে।