Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০১৫: বলিউড অভিনেত্রী জেনেলিয়া ডি সুজাকে নিয়ে অনেকটা লুকোচুরির খেলছেন তার স্বামী বলিউড অভিনেতা রিতেশ দেশমুখ। আর তার কারণ তাদের ঘরে আবারও নতুন অতিথি আসছে।
অদ্ভুত এই ঘটনার জন্মের কারণ সম্প্রতি একজন সাংবাদিক জেনেলিয়ার সাক্ষাৎকার নিতে তার সাথে দেখা করেন। আর তখন তার অন্তঃসত্ত্বা অবস্থায় ছবি তুলেন যা পরবর্তীতে পত্রিকায় ছাপানও হয়।
তারপর থেকেই রিতেশ তার স্ত্রী জেনেলিয়াকে সাংবাদিকদের কাছ থেকে যথাসম্ভব আড়ালে রাখার চেষ্টা করে যাচ্ছেন। সম্প্রতি এই দম্পতি জ্যাকি ভাগনানির জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন। সেখানে রিতেশ প্রথমে জেনেলিয়াকে বাংলোতে পাঠিয়ে দেন। তারপর নিজের একার ছবি তোলার সুযোগ দেন সাংবাদিকদের।
শুধু তাই না, ক্রিসমাসেও সারাদিন পর গভীর রাতে বান্দ্রার চার্চে যান এই দম্পতি।
পাপারাজ্জিদের কাছ থেকে অন্তঃসত্ত্বা স্ত্রীকে আড়ালে রাখতে এমন কৌশল অবলম্বন করছেন রিতেশ। তাই এখন গণমাধ্যম কর্মিদের কাছ থেকে অনেকটা আড়াল হয়ে চলছেন এই তারকা দম্পতি।