খোলা বাজার২৪,বুধবার, ৩০ ডিসেম্বর ২০১৫: নতুন কুঁড়ি’ থেকে উঠে আসার পর বিজ্ঞাপন-নাটকে শিশুশিল্পী হিসেবেই তিনি নজর কেড়েছিলেন সবার। তারপর পরিণত বয়সেও দর্শক মুগ্ধ করেছেন সাবরিন সাকা মীম। কিন্তু ক্যারিয়ার নিয়ে বেশি যতœশীল হওয়ার সময়টাতেই ব্যক্তিগত প্রয়োজনে আড়ালে চলে গিয়েছিলেন তিনি।
এরমধ্যে মীম কালেভদ্রে হাজির হয়েছেন কখনো সংবাদ পাঠিকা আবার কখনোবা উপস্থাপিকা হিসেবে। তাই তার অভিনয়ের অনুরাগীরা তাকে মিস করছিলেন সুন্দর অভিনয়ের আকালের এই বাজারে।
সেইসব দর্শকদের জন্য সুখের খবর হলো আবার ফিরে এসেছেন নিজের প্রিয় আঙিনায়। আবারো ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। সম্প্রতি ‘স্বপ্নের ছায়া’ নামে একটি ধারাবাহিক নাটকে অভিনয় করলেন মীম।
শফিকুল ইসলাম রিপনের পরিচালনায় এই নাটকটি এটিএন বাংলায় প্রতি সোমবার রাত সাড়ে ১১টায় প্রচার হচ্ছে।
নতুন করে ফেরা প্রসঙ্গে জানতে চাইলে মীম বলেন, ‘এটি আসলে বাধ্য হয়েই ফেরা বলা যায়। এই ধারাবাহিকের কাজ শুরু হয়েছিলো প্রায় পাঁচ বছর আগে। ২৬ পর্বের নাটকটির তখন ১৩ পর্বের কাজ হয়েছিলো। দীর্ঘদিন পর এটি প্রচার হচ্ছে। তাই বাকী পর্বগুলোও নির্মাণ করছেন পরিচালক। তাই অনেকটা বাধ্য হয়েই ক্যামেরার সামনে দাঁড়াতে হলো।’
এবার তবে নিয়মিত নাটকের অভিনয়ে দেখা যাবে কি না প্রশ্নের জবাবে মীম জানান, নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। ভালো গল্প ও চরিত্র পেলে এবং সংসার ও চাকরির ফাঁকে অবসর মিললে করতেও পারেন। তবে ধারাবাহিকের চেয়ে খন্ড নাটকের প্রতি বেশি আগ্রহী মীম।
প্রসঙ্গত, অনেকদিন ধরেই মীম সংবাদ পাঠিকা হিসেবে কাজ করছেন আরটিভিতে। ‘তারকালাপ’ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনাও করছেন তিনি। কাজ করছেন বেসরকারি সংস্থা কেয়ার বাংলাদেশেও।