খোলা বাজার২৪,বুধবার, ৩০ ডিসেম্বর ২০১৫: এখন একে শীতকাল। তার ওপর আবার ছুটির মরশুম। ফেসটিভ মুডেই রয়েছেন বেশিরভাগ মানুষ। আপনার যদি ঠান্ডাতে বাইরে বেরতে ইচ্ছে নাও করে, তাহলে কোনও অসুবিধা নেই। ছুটির দিনে কনকনে ঠান্ডার মধ্যে কম্বলের তলায় বসে গরম গরম কফি হাতে নিয়ে দেখে নিন হলিউডের সেরা রোম্যান্টিক সিনেমাগুলি।
১. দ্য নোটবুক (ঞযব ঘড়ঃব ইড়ড়শ)
এটি একটি আমেরিকান রোম্যান্টিক ড্রামা ফিল্ম। নিকোলাস পার্ক্সের নোভেল থেকে বানানো হয় সিনেমাটিকে। একটি গরীব ছেলের একজন ধনী পরিবারের মেয়ের প্রেমে পড়ার গল্পের থেকেও আরও বেশি কিছু। বৃদ্ধ বয়সে স্ত্রীয়ের ভুলে যাওয়া প্রেমকে এবারও মনে করিয়ে দেওয়ার গল্প তুলে ধরা হয়েছে ছবিটিতে।
২. পি.এস. আই লাভ ইউ (চ.ঝ. ও খড়াব ণড়ঁ)
এটি একটি আমেরিকান মর্মভেদী রোম্যান্টিক ড্রামা মুভি। যেখানে একজন বিধবা মহিলার গল্প দেখানো হয়েছে। স্বামীর মৃত্যুর পর জীবন তাঁকে দ্বিতীয় সুযোগ দিয়েছে। যেখানে তাঁর মৃত স্বামীর লিখে যাওয়া চিটিই তাঁর পথ প্রদর্শক হিসেবে কাজ করেছে। এই ছবি সত্যিই মন ছুঁয়ে যাবে আপনার।
৩. এ ওয়াক টু রিমেম্বার (অ ডধষশ ঞড় জবসবসনবৎ)
ছবিটিতে দুজন সদ্য প্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়ের ঘটনা বর্নিত হয়েছে। যেখানে দেখানো হয়েছে ছেলেটি ভুল করে শাস্তি পাচ্ছে। সেই শাস্তির মাধ্যমেই জীবনকে অন্যরকমভাবে দেখতে শিখছে সে। এরপর আস্তে আস্তে প্রেমে পড়া। তারপর কীভাবে জীবন তাকে প্রাপ্ত মনস্ক হতে সাহায্য করছে তার ছবিই দেখানো হয়েছে সিনেমাটিতে। দুজনের অদ্ভুত কেমিস্ট্রি ফুটে উটেছে ছবিটির মধ্যে।
৪. ফাইভ হান্ড্রেড ডেস অফ সামার (৫০০ উধুং ড়ভ ঝঁসসবৎ)
এটি একটি রোম্যান্টিক কমেডি ড্রামা মুভি। ছবিটিতে আধুনিক প্রেমকে ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে প্রেম, ডেটিং এবং হৃদয় ভেঙে যাওয়ার গল্প ফুটিয়ে তোলা হয়েছে। ছবিটির ব্যকগ্রাউন্ড মিউজিক এবং স্টোরি লাইন সব কিছুই খুব অসাধারণ।
৫. দ্য লাস্ট সঙ্গ ()
এটি একটি রোম্যান্টিক ড্রামা মুভি। টিনেজ লাইফের প্রেম তুলে ধরা হয়েছে ছবিটিতে। বাবা-মায়ের মধ্যেকার দূরত্ব, তার প্রভাব কিভাবে ছেলে মেয়ের মনের ওপরে পড়ে তার ছবিও দেখানো হয়েছে সিনেমাটিতে। এছাড়া ছবিটির অসাধারণ গান। টিনেজের প্রেম। সব কিছু মিলিয়ে সিনেমাটি একেবারে অনবদ্য।