খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০১৫: তিনি যে বলিউডের বড় ভক্ত, তা অজানা নয়। প্রতি বছর তাঁর গ্রাম সাইফাইতে উৎসবের মূল আকর্ষণে থাকেন বলিউড স্টাররা। এবারও বছর শেষে সাইফাই উৎসবে মাতবে রাজ্যবাসী। ইতিমধ্যেই পৌঁছে গেছেন সমাজবাদী প্রধান মুলায়ম সিং যাদব। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ওঠে বলিউড প্রসঙ্গ। আর বিভিন্ন বলিউড তারকাদের প্রশংসা করতে গিয়েই বিতর্কিত মন্তব্য করে বসলেন বর্ষীয়ান এই রাজনীতিক। ‘আমার আশীর্বাদেই আজ এত বড় অভিনেত্রী হয়েছে প্রিয়াঙ্কা চোপড়া।’ উপস্থিত সাংবাদিকদের চমকে এমনই মন্তব্য করলেন মুলায়ম সিং যাদব।
ব্যাখ্যা হিসেবে তিনি বলেন, ‘আমি প্রতিরক্ষামন্ত্রী থাকাকালীন সেনাবাহিনীতে নিযুক্ত ছিলেন প্রিয়াঙ্কার বাবা। সে সময় এক অনুষ্ঠানে আমি তাঁকে আশীর্বাদ করে বলেছিলাম, তুমি একদিন বড় অভিনেত্রী হবে। এর ফলেই আজ সাফল্য পেয়েছে প্রিয়াঙ্কা।’ পাশাপাশি প্রিয়াঙ্কা যে উত্তরপ্রদেশের বরেলির মেয়ে, এও জানান সমাজবাদী পার্টির এই নেতা। এই মন্তব্য নিয়ে যদিও “বাজিরাও মস্তানি”র কাশীবাই-এর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।