খোলা বাজার২৪, রবিবার, ৩ জানুয়ারি ২০১৬: হুমা কুরেশির সঙ্গে বলিউড অভিনেতা তথা পরিচালক সোহেল খানের সম্পর্ক নিয়ে কান পাতলেই গুঞ্জন শোনা যায়। সম্প্রতি তাঁরা নাকি ডেটিং-এও গিয়েছিলেন। এই নিয়ে প্রথম প্রকাশ্যে মুখলেন সোহেলের স্ত্রী সীমা। সীমা এই সম্পর্কের কথা কার্যত অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন অভিনেত্রী হুমার সঙ্গে কোনও সম্পর্কই নেই সোহেলের।
তিনি জানিয়েছেন, সন্তান ও শ্বশুর-শাশুড়িকে নিয়ে সালমান খানের জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন তিনি। কিন্তু হুমাকে সেখানে দেখতে পাননি তিনি। তিনি বলেন, আমি জানিও না সেখানে হুমা আসলে গিয়েছিলেন কিনা। প্রায় ৫০০ জন অতিথির মধ্যে তাঁকে আমি দেখতে পাইনি। প্রসঙ্গত, এই সম্পর্কের কথা অস্বীকার করেছেন হুমাও। তিনি টুইটারে লিখেছেন, সোহেল তাঁর দাদার মতো। সূত্র: এবিপি আনন্দ