Tue. Sep 16th, 2025
Advertisements

4খোলা বাজার২৪, সোমবার, ৪ জানুয়ারি ২০১৬: ভারত-মিয়ানমার সীমান্তের কাছে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর বাংলাদেশের সিলেটে হুড়োহুড়ি করে বাসা থেকে বের হওয়ার চেষ্টায় অন্তত ৩২ জন আহত হয়েছেন।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারও অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক দেবাশিষ সিনহা।
তিনি জানান, সোমবার ভোর ৫টা ৫ মিনিটে ভূমিকম্পের পর সাড়ে ৫টার দিকে শহরের বিভিন্ন এলাকা থেকে আহতদের হাসপাতালে নিয়ে আসতে শুরু করেন স্থানীয়রা।
তাদের সবাই ভোর রাতে তাড়াহুড়ো করে ভবন থেকে বের হতে গিয়ে আহত হয়েছেন বলে জানান এই চিকিৎসক।