Tue. Sep 16th, 2025
Advertisements

5খোলা বাজার২৪, সোমবার, ৪ জানুয়ারি ২০১৬: ভূমিকম্পের প্রচণ্ড কাঁপুনিতে গ্যাসলাইনের পাইপ ফেটে ধরা আগুনে ব্যস্ত রাস্তায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় নবীনগর-কালিয়াকৈর সড়কে। ভোর ৫টা ৭ মিনিটে বাইপাইল-আবদুল্লাহপুর ও নবীনগর-কালিয়াকৈর মহাসড়কের বাইপাইল মোড়ে এ ঘটনা ঘটে।
দমকল সূত্র জানায়, ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে সেখানে বিসমিল্লাহ আজমেরী প্লাজার সামনে তিতাস গ্যাসের ভূগর্ভস্থ সরবরাহ লাইন ফেটে যায়।
সেখান থেকে বের হয়ে আসা গ্যাসের আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ডিইপিজেড ফায়ার স্টেশনের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ডিইপিজেড ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা হামিদুর রহমান জানান, প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ভূমিকম্পের প্রচণ্ড কাঁপুনিতে লাইনের পাইপ ফেটে এ ঘটনা ঘটতে পারে বলেও জানান তিনি। সড়কের আগুন নিভিয়ে ফেলার পর স্বাভাবিক হয় যান চলাচল।