Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

26খোলা বাজার২৪, সোমবার, ৪ জানুয়ারি ২০১৬: নাট্য পরিচালক রেদোওয়ান রনির নামে ভূয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে তমাল মাহমুদ ওরফে নিটুন নামে একজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে ঢাকার ডিবি পুলিশের এক অভিযানে পিরোজপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ট্যাব ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এক বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, আসামি দীর্ঘদিন আগে বাংলাদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমা ও নাটক পরিচালক রেদোয়ান রনি ও পরিচালক ইসতিয়াক রুমেলের নামে ফেসবুক অ্যাকাউন্ট খোলে। পরে এই অ্যাকাউন্ট ব্যবহার করে ছদ্মবেশে সিনেমা ও নাটকে অভিনয়ের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে অনেকের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। শুক্রবার রেদোয়ান রনি এঘটনায় একটি মামলা দায়ের করে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলাটি গ্রহণ করে রাজধানীর বাড্ডা থানা। সেই মামলার জের ধরেই ডিবি নিটুনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিটুন প্রতারণার কথা স্বীকার করে।