Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

58খোলা বাজার২৪, সোমবার, ৪ জানুয়ারি ২০১৬: এ বছর অনেক সারপ্রাইজ় তুলে রেখেছে বলিউড। দিন যত গড়াবে, একে একে সেই সব সারপ্রাইজ় প্রকাশ হবে। সেই সারপ্রাইজ়গুলোর মধ্যে অন্যতম, নবাগতরা। এ বছর বলিউডে অনেক নতুন মুখের অভিষেক হতে চলেছে। হর্ষবর্ধন কাপুর অনিল কাপুরেরে ছেলে হর্ষবর্ধন কাপুর এ বছর অভিষেক করতে যাচ্ছেন বলিউডে। রাকেশ ওমপ্রকাশ মেহেরার ‘মির্জ়িয়া’-য় দেখা যাবে তাঁকে। তবে চলচ্চিত্রের সঙ্গে পরিচয় তাঁর এই প্রথম নয়। এর আগে তিনি অনুরাগ কাশ্যপের সহকারি পরিচালক হিসেবে কাজ করেছেন। সায়মি খের ঊষা কিরণের নাতনি সায়মি খের।
এঁরও আত্মপ্রকাশ ঘটছে ‘মির্জ়িয়া’-র মাধ্যমেই। ঊষা কিরণের নাতনি ছাড়া তাঁর আরও পরিচয় আছে। অভিনেত্রী তানভি আজ়মির ভাইঝি তিনি। তাঁর মা উত্তরা খের ১৯৮২ সালে মিস ইন্ডিয়ার খেতাব জেতেন। সায়মি এর আগে ‘রে’ নামে একটি তেলেগু ছবিতে অভিনয় করেন। মাহিরা খান মাহিরা পাকিস্তানের অভিনেত্রী। বলিউডে তিনি এর আগে ছবি করেননি। এ বছর প্রথম বলিউড ছবিতে অভিনয় করছেন তিনি। আর প্রথম ছবিতেই দাঁও মেরে দিয়েছেন মাহিরা। প্রথম ছবিতেই তাঁর বিপরীতে থাকছেন শাহরুখ খান। এ বছর ইদে রিলিজ় করবে ‘রইস।’ সেখানেই শাহরুখের বিপরীতে দেখা দেবেন মাহিরা। শ্রিয়া পিলগোনকর মারাঠি অভিনেতা সচিন পিলগাওকরের মেয়ে শ্রিয়ার আত্মপ্রকাশ ঘটতে চলেছে বলিউডে। শাহরুখে খানের ছবি ‘ফ্যান’-এ দেখা যাবে তাঁকে। মাওরা হোকেন ইনিও পাক অভিনেত্রী। এ বছর ইনিও প্রবেশ করছেন বলিউডে। ছবির নাম ‘সনম তেরি কসম।’ মাওরা এর আগে ‘নিখর গয়ে গুলাব সারে’ ও ‘আহিস্তা আহিস্তা’ টেলিভিশন শোতে অভিনয় করেছেন।
ভিডিও জকি হিসেবেও পরিচিত তিনি। নিধি জে পি দত্ত ও বিন্দিয়া গোস্বামীর মেয়ে নিধিও এ বছর আসতে চলেছেন বলিউডে। ‘জি ভরকে জি লে’-তে দেখা যাবে তাঁকে। বিপরীতে থাকবেন অজিত সোধি। অভিনেত্রী নাফিসা আলির ছেলে অজিত। সায়শা সেইগাল দিলীপ কুমার ও সায়রা বানুর আত্মীয়া সায়শা। অজয় দেবগনের “শিবায়” দিয়ে বলিউডে আত্মপ্রকাশ ঘটছে তাঁর। সায়শার এটি প্রথম ছবি নয়। এর আগে তিনি “অখিল: দা পাওয়ার অফ জুয়া”-এ অভিনয় করেছেন। পূজা হেগড়ে আশুতোষ গোয়াড়িকরের ছবি ‘মহেঞ্জোদারো’-তে হৃতিক রোশনের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। পূজা ২০১২ সালে অভিনয় শুরু করেন তামিল ছবি ‘মুগামুদি’ দিয়ে। তারপর তেলেগু ছবি ‘মুকুন্দ’-তে অভিনয় করেন তিনি। দলজিৎ দোসানজি পঞ্জাবি গায়ক দলজিৎও এ বছর বলিউডে এন্ট্রি নিচ্ছেন। শহিদ কাপুর ও কারিনা কাপুরের ‘উড়তা পঞ্জাব’ ছবিতে দেখা যাবে তাঁকে। তবে তিনি কোন চরিত্রে অভিনয় করবেন, তা এখনও কিছু জানানো হয়নি। অপরশক্তি খুরানা আমির খানের ‘দঙ্গল’ ছবিতে দেখা যাবে অপরশক্তিকে। সম্পর্কে তিনি আয়ুষ্মান খুরানার ভাই। মুমতাজ় ও ঋতিকা সিং মাধবনের ‘শালা খড়ুস’ ছবিতে অভিষেক হচ্ছে ঋতিকা সিংয়ের। এই ছবি দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন পি সি সরকারের মেয়ে মুমতাজ়ও।