Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

60খোলা বাজার২৪, সোমবার, ৪ জানুয়ারি ২০১৬: জনপ্রিয় অভিনেত্রী দিতির অবস্থা সঙ্কটাপন্ন। কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় তার চিকিৎসা এখন সাধ্যের অতীত। তাঁর ফিরে আসার সম্ভাবনা নেই বলেই জানালেন তাঁর কন্যা লামিয়া চৌধুরী। আজ ফেসবুক পোস্টে এ তথ্য জানান লামিয়া। এসময়ে মায়ের ভয়াবহ যন্ত্রণার চাইতে মৃত্যু শ্রেয় উল্লেখ করে শান্তিময় মৃত্যু প্রার্থনা করেন তিনি। লামিয়া সোশ্যাল মিডিয়া ফেসবুকে লিখেছেন- ‘মা মারা যাচ্ছে। আমাকে তার বিষয়ে প্রশ্ন করা বন্ধ করুন।
উনি ভালো হয়ে যাবেন এ ধরণের সান্তনা দেয়াও বন্ধ করুন। চিকিৎসকদের হাতে তার জন্য আর কিছুই করার নেই। কেমোথেরাপির রেডিয়েশানের পার্শ্বপ্রতিক্রিয়ায় তার ‘পারকিনশন’ রোগ হয়েছে। তার ক্যান্সার তাকে মারছে না। টিউমারও হয়নি আর। রেডিয়েশানের ফলেই তার অবস্থার অবনতি হয়েছে। সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করে বলেন, আল্লাহ যদি যদি সহায় হন তাহলে তাকে এই যন্ত্রণা থেকে মুক্ত করবেন অতি দ্রুত। আল্লাহ আমার মাকে মৃত্যু উপহার দাও। তিনি আমাদের চিনতে পারছেন না কিন্তু তোমার প্রতি তার বিশ্বাস অবিচল। তিনি আমাদের ডাকতে পারছেন না কিন্তু তোমাকে তিনি মনে করছেন। নিশ্চয়ই আল্লাহ সঠিক কাজটাই করেন।’