খোলা বাজার২৪, বুধবার, ৬ জানুয়ারি ২০১৬: গুণী অভিনেত্রী পারভিন সুলতানা দিতি বর্তমানে চেন্নাইয়ের মাদ্রাজ ইন্সটিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাট্রোলজিতে চিকিৎসাধীন আছেন।মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত তিনি।
এ বিষয়ে দিতির মেয়ে লামিয়া ইত্তেফাককে জানান, আমাদের বা ডাক্তারদের এখন আর কিছু করার নেই। এখন সম্পূর্ণ বিষয়টিই নির্ভর করছে উপরওয়ালার উপর।এই অবস্থায় আমারা আপন মানুষের কাছাকাছি থাকতে চাই।তাই খুব শিগগীরই ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছি আমরা।
গত বছরের ২৯ জুলাই প্রথমবারের মতো দিতির মাথায় সফল অস্ত্রোপচার করা হয়।এরপর আবার অসুস্থ হয়ে পড়লে নভেম্বর মাসে দ্বিতীয় দফায় আবার চেন্নাই যান। আবারও মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।