খোলা বাজার২৪, শুক্রবার, ৮ জানুয়ারি ২০১৬: মাল্টি ট্যালেন্টেড প্রিয়াঙ্কা চোপড়ার প্রতিভার ফ্যান শুধু ভারত নয়, গোটা বিশ্ব! তা আরও একবার প্রমাণ হয়ে গেল। সেই ভক্তরাই তাঁকে জিতিয়ে দিলেন পুরস্কার।
জনপ্রিয় আমেরিকান টিভি সিরিয়াল ‘কোয়ান্টিকো’-র জন্য দর্শকদের বিচারে সেরার পুরস্কার পেলেন প্রি চপস। মার্কিন মুকুল কাঁপানোর পর এবার পাকিস্তানি ছবিতে কাজ করার আগ্রহ দেখালেন এই বলি ডিভা!
এক সাক্ষাৎকারে ‘বাজিরাও মস্তানি’-র কাশীবাই জানান, পাকিস্তানি ছবির অফার পেলে তাঁর ভালই লাগবে। রিমা কাগতির আপকাপিং ছবি ‘মিস্টার চালু’-তে পাক হার্টথ্রব ফাওয়াদ খানের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে প্রাক্তন মিস ওয়ার্ল্ডকে। পাক হিরোর পর কি তবে পাক ছবিও? পাকিস্তানি ছবি করলে নায়কের ভূমিকায় কে হবে প্রিয়াঙ্কার প্রথম পছন্দ?
উত্তরে তিনি বলেন, “আমার ছবি নায়ক নির্ভর হয় না। আমার চরিত্রটা আর গল্পটা ভাল হতে হবে। আমি মানুষকে মনোরঞ্জন দেওয়ার জন্য ছবি করি। ” প্রিয়াঙ্কা পাক ছবিতে সই করলে কি দুই সীমান্তের মধ্যে দূরত্ব কমবে? ‘কোয়ান্টিকো কুইন’ সাফ জানিয়ে দিলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সুসম্পর্ক তৈরি করার দায়িত্ব শিল্পীদের নয়। দু’দেশের সরকারের। শিল্পীদের কাজে সীমান্ত বাধা হয়ে দাঁড়ায় না। তাই পাক ছবি করতে কোনও আপত্তি নেই প্রিয়াঙ্কার।