Mon. Oct 27th, 2025
Advertisements

55খোলা বাজার২৪, শুক্রবার, ৮ জানুয়ারি ২০১৬: শার্লিন চোপড়া। নামটার সঙ্গেই আগাগোড়া জড়িয়ে বিতর্ক। কখনও উগ্র পোশাক, কখনও বা বিতর্কিত মন্তব্য তাঁকে শিরোনামে রেখেছে। এ বার তাঁর সম্পর্কে শুরু হল এক নতুন গু়ঞ্জন। প্রশ্ন উঠছে, শার্লিন চোপড়া কি লেসবিয়ান?
সৌজন্যে ইন্সটাগ্রামে শার্লিনের পোস্ট করা একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে, এক বান্ধবীর গালে চুমু খাচ্ছেন শার্লিন। ছবির ক্যাপশানে তিনি লিখেছেন, ‘কোনও কোনও সময় একজন প্রকৃত বন্ধুর জন্য পরিবারের লোকেরাও সেক্সুয়াল ওরিয়েনটেশন নিয়ে প্রশ্ন তোলেন।’
স্বভাবতই জল্পনার শুরু হয়েছে শার্লিনের ওই বান্ধবীকে নিয়ে। যদিও তাঁর বিস্তারিত পরিচয় নিয়ে মুখ খোলেননি শার্লিন। কিন্তু তাঁকে সব সমালোচনা থেকে আড়াল করার চেষ্টা থেকেই শার্লিনের দুর্বলতা আঁচ করছেন বি-টাউনের একাংশ।