
সুনামগঞ্জ প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছাতক ও দোয়ারাবাজারে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহ-সাংগঠনিক স¤পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। শনিবার সন্ধ্যায় ছাতক উপজেলার ধারণ বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচার উপলক্ষে লিফলেট বিতরণ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“আমরা ঘরে ঘরে বিএনপির লিফলেট ও ধানের শীষের দাওয়াত পৌঁছে দিচ্ছি। মানুষ উৎসাহের সঙ্গে আমাদের গ্রহণ করছে। বহুদিন ভোটাধিকার থেকে বঞ্চিত ছাতক-দোয়ারাবাজারের মানুষ এবার ধানের শীষে ভোট দিতে উদগ্রীব হয়ে আছে।” তিনি আরও বলেন, “যারা নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি করছেন কিংবা নানা প্রহসনের আশ্রয় নিতে চান, তারা গণতন্ত্রে বিশ্বাসী নন। এ দেশে আর পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। জনগণ এখন জেগে উঠেছে, তারা আর ভোটাধিকার হরণ মেনে নেবে না। ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলনে শহীদ হওয়া ছাত্র-জনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে মিলন বলেন, “যারা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত, তাদের সাবধান থাকতে হবে। জনগণ এখন সচেতন, তারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। দাড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাওয়া যাবেএমন ভ্রান্ত ও ধর্মবিদ্বেষী প্রচারণা থেকে মানুষকে দূরে থাকতে হবে।”এসময় তিনি আরও দাবি করেন, বিএনপির ৩১ দফা কর্মসূচিই জাতির মুক্তির সনদ। “এ কর্মসূচি বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে,” যোগ করেন তিনি। উপজেলার উত্তর খুরমা, দক্ষিণ খুরমা ইউনিয়ন ও ধারণ অঞ্চলের বিএনপি আয়োজিত এ পথসভায় সভাপতিত্ব করেন উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির আহবায়ক আজিজুর রহমান আজিজ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, ছাতক পৌর বিএনপির আহবায়ক শামসুর রহমান শামছু, উপজেলা শাহ মো. শফিকুল আলম মতি, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও সামসুর রহমান বাবুল। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি ছায়াদুজ্জামান, আতাউর রহমান এমরান, এডভোকেট আব্দুল কাহার,পৌর যুবদলের আহবায়ক খায়ের উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক লিজন মিয়া তালুকদার, কৃষকদল নেতা পীর ছায়াদুর রহমান, মনির উদ্দিন মেম্বার, বশির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকি বিল্লাহ, শ্রমিকদল নেতা শফি উদ্দিন,সাজ্জাদুর রহমান,জিহর আহমদ,জগলু,সাত্তার,নিজর আহমদ,আক্সগুর সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। সভা শেষে ধারণ বাজার থেকে একটি মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পুরো এলাকা “ধানের শীষের বিজয় নিশ্চিত” ¯ে¬াগানে মুখরিত হয়ে ওঠে। ছাতক-দোয়ারাবাজার অঞ্চলের রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে আলোচিত এই সমাবেশকে স্থানীয়রা আসন্ন নির্বাচনের প্রস্তুতির বড় ইঙ্গিত হিসেবে দেখছেন।


