খোলা বাজার২৪,শনিবার, ৯ জানুয়ারি ২০১৬: বলিউড সেলিব্রেটিদের সকল বিষয়ে থাকে বিভিন্ন ধরণের রহস্য। তাদের সকল কিছুতে কিছু না কিছু নতুনতা দেখা যায়। কোন ক্ষেত্রেই তারা পিছিয়ে নেই এবং পিছিয়ে থাকার কোন মানসিকতাও তাদের মাঝে নেই।
তবে তাদের ফ্যাশন, জীবনধারা, স্টাইল ইত্যাদি যতটা আকর্ষণীয়, তেমনি তাদের বিদ্যুৎ বিলের কথা শুনলে আপনি আকাশ থেকে পড়তে পারেন। তাদের মাঝে যে কৃপণতা নেই, তা তাদের বিদ্যুৎ বিল দেখলেই বুঝতে পারবেন। তবে এতে অপচয়ের প্রভাব কতটা রয়েছে, তা না হয় নিন্দুকের হাতে ছেড়ে দেয়া যাক।
আসুন জেনে নেয়া যাক কিছু সুনামধন্য বলিউড সেলিব্রেটিদের মাসিক বৈদ্যুতিক বিলের হিসাব-
১. গত বছর শাহরুখ ও কাজলের সাথে ‘দিলওয়ালে’ সিনেমায় অভিনয় করার সুবাদে খুব ভাল মেজাজে রয়েছেন কৃতি স্যানন। মুম্বাইতে তার বসবাস করা বাড়িতে প্রতি মাসে ৫ লাখ টাকার এবং প্রোডাকশন অফিসে ১৩ লাখ টাকা বৈদ্যুতিক বিল আসে।
২. শাহরুখ খান শুধুমাত্র তার বান্দ্রার মান্নাত বাড়ির জন্য ৪৩ লাখ টাকা বিদ্যুৎ বিল প্রদান করেন।
৩. সালমান খান তার অফিস ও এপার্টমেন্ট এর জন্য ২৯ লাখ টাকা বৈদ্যুতিক বিল প্রদান করেন।
৪. আমির খান তার বান্দ্রার বাসার বৈদ্যুতিক বিল দেন ৯ লাখ টাকা এবং তার প্রোডাকশন অফিসের বিল ১৩ লাখ টাকা।
৫. দীপিকা পাড়ুকোন প্রায় ১৩ লাখ টাকা বৈদ্যুতিক বিল প্রদান করেন।
৬. সাইফ আলী খান তার নবাবী স্টাইল ভালোই বজায় রেখেছেন। তিনি তার মুম্বাই ও দিল্লীর বাড়ির জন্য ৩০ লাখ টাকা বিল প্রদান করেন।
৭. অমিতাভ বচ্চন তার জুহুর বাড়ির জন্য ২২ লাখ টাকা বিদ্যুৎ বিল ব্যয় করেন।