খোলা বাজার২৪,শনিবার, ৯ জানুয়ারি ২০১৬: কেয়া কুল হ্যায় হাম ৩ মুক্তির অনেক আগে থেকেই মানুষের চর্চার বিষয় হয়ে উঠেছে। ছবিটির নতুন ধারার কমেডি দৃশ্যগুলি, উষ্ণ দুষ্টুমিতে ভরা সংলাপ এবং অবশ্যই ছবিতে সানি লিয়ন আর মনদানা কারিমির উপস্থিতির ফলে দেশের অসংখ্য মানুষের আকর্ষণের কেন্দ্রে চলে এসেছে কেয়া কুল হ্যায় হাম ৩।
ছবিটির ট্রেলর ইতিমধ্যেই বেশ হিট এবং হট। ছবিটির সংলাপ-চিত্রনাট্যের জন্য হিট, আর সানি লিয়ন-মনদানার উপস্থিতিতে হট। সম্প্রতি প্রকাশ্যে এসেছে মনদানার একটি বিকিনি ভিডিও শুট যা এই ছবির জন্যই করেছিলেন নায়িকা। প্রকাশ্যে এসেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ভিডিওটি। কিন্তু কেয়া কুল হ্যায় হাম ৩ বা মনদানা আবার বলিউডের উষ্ণ-চর্চার কেন্দ্রে চলে এসেছে অন্য একটি কারণে। কী কারণে? ছবির একটি দৃশ্যে বিকিনিতে শট দিচ্ছিলেন মনদানা।
এই সময় একটা ব্যাপার অনেকেরই চোখে পড়ে যে শুটে একটু অস্বস্তি বোধ করছেন মনদানা। ঠিক কেন সেটা বুঝে ওঠার আগেই ঘটে গেল বিপত্তি। হঠাতই আলগা হয়ে খসে পড়ল মনদানার বিকিনি। কী কেলেঙ্কারি! কিন্তু নিজের উপস্থিত বুদ্ধি এবং অসাধারণ টাইমিং-এ নিজেকে বে আব্র“ হওয়া থেকে বাঁচিয়ে নেন তিনি। এই ছবিতে এই ধরনের মজার দৃশ্য হয়ত অনেক দেখতে পাবেন। কিন্তু ছবির হট দৃশ্যের শুটে এ রকম কেলেঙ্কারি কুললি ঠেকালেন মনদানা।