খোলা বাজার২৪,শনিবার, ৯ জানুয়ারি ২০১৬: সুলতান’-এর নায়িকা কে? এই প্রশ্নেরই উত্তর এতদিন খুঁজছিলেন প্রযোজক আদিত্য চোপড়া এবং পরিচালক আলি আব্বাস জাফর। অবশেষে মিলল সেই উত্তর। অনেক টালবাহানার পর সালমান খানের নায়িকা হিসেবে বেছে নেওয়া হল আনুষ্কা শর্মাকে।
প্রিয়ঙ্কা চোপড়া, পরিণীতি চোপড়া এবং কৃতী শ্যাননকে হারিয়ে দিলেন নায়িকা। ওই তিনজনের নামও ‘সুলতান’-এর নায়িকা হিসেবে শোনা গিয়েছিল বলিউডে।
সেই সঙ্গেই ইন্ডাস্ট্রিতে তৃতীয় খানের সঙ্গেও আনুষ্কাকে অভিনয় করতে দেখবেন দর্শক। এর আগে শাহরুখ খানের সঙ্গে ‘রব নে বনাদি জোড়ি’ এবং আমির খানের সঙ্গে ‘পিকে’তে অভিনয় করেছেন আনুষ্কা