খোলা বাজার২৪, রবিবার, ১০ জানুয়ারি ২০১৬: আশির দশকে অমিতাভ বচ্চনকে ঘিরে স্ত্রী জয়া ভাদুড়ি আর রেখার ঠান্ডা লড়াইয়ের কি অবসান ঘটল? এক সময় গোটা দেশের কাছে মুখরোচক আলোচনার বিষয় হয়ে উঠেছিল বলিউডের এই ত্রিকোণ প্রেম।
শুধু তাই নয় বলিউডের এই দুই অভিনেত্রীর সম্পর্ক কতটা তলানিতে এসে ঠেকেছিল যে একে অপরকে এড়িয়েই চলতে চাইতেন। কিছুদিন আগেও দু’জনে সংসদে পাশাপাশি বসতে রাজি হননি।
কিন্তু এবার কি সেই বিবাদ ঘুচে গেল। নইলে রেখাকে জড়িয়ে ধরে চুমু খাবেন কেন জয়া? সম্প্রতি এই বিতর্ক উসকে দিল বলিউডের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে মুখোমুখি রেখা এবং জয়া।
এমন মূহুর্তে সবাই ভেবেছিলেন দেখামাত্র দুজনে মুখ ঘুরিয়ে নেবেন। বাস্তবে উল্টো ছবি দেখা গেল। জয়া নিজেই এগিয়ে গেলেন রেখার দিকে। জড়িয়ে ধরে গালে গাল রাখলেন এবং চুমুও খেলেন। বাকি অনুষ্ঠানের সময়েও তাদের একসঙ্গেই কাটাতে দেখা গেল। এমন ছবি দেখলে কানাঘুসো না হয়ে পারে।
প্রসঙ্গত, ১৯৮১ সালে সিলসিলা ছবিতে পাওয়া গিয়েছিল এই দুই নায়িকার পাশাপাশি বিগ বি-কে।
যে সিনেমা দেখে রিয়েল লাইফটাই রিল লাইফে রূপান্তরিত হয়েছিল বলে মনে করা হত। কারণ এই ছবিতে জয়া এবং অমিতাভ ছিলেন স্বামী- স্ত্রী। অন্যদিকে বিয়ের আগে রেখা এবং অমিতাভের প্রেম ছিল সিলসিলাতে।