খোলা বাজার২৪, রবিবার, ১০ জানুয়ারি ২০১৬: টিভি মিডিয়ার আলোচিত নাম সারিকা। একসময় বিজ্ঞাপন, টিভি নাটকে নিয়মিত থাকলেও এ মুহূর্তে সংসার নিয়েই ব্যস্ত আছেন তিনি। গেল বছর কন্যা সন্তানের মাও হন সারিকা। এক সময়ের দাপুটে এ মডেল-অভিনেত্রীর এখনকার জীবন কেমন কাটছে, মিডিয়া নিয়ে তার ভবিষ্যত ভাবনা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে আজকের ‘আলাপন’-এ কথা বলেছেন তিনি। দেওয়া সারিকার সাক্ষাতকারটি আমাদের সময় ডট কমের পাঠকদের জন্য তুলে ধরা হলো।
কেমন আছেন? কেমন যাচ্ছে সব?
আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে সব ভালো যাচ্ছে। সত্যিই খুব সুখে আছি।
আপনার মেয়ে সাহরিশ আনায়াহ করিম কেমন আছে?
সেও খুব ভালো আছে। সবার দোয়ায় মেয়েটা সুস্থ আছে। এখন তো বড় হচ্ছে। নিত্য নতুন দুষ্টোমি করা শিখছে। খুবই ভালো লাগে এসব দেখে। সত্যি বলতে ওর হাসিটা দেখলে আমার প্রাণ জুড়িয়ে যায়। পৃথিবীতে মনে হয় মা হতে পারার চেয়ে বড় সুখ আর নেই। আমার মেয়েটা আসার পর থেকে সুখ কয়েকগুণ বেড়ে গেছে।
সড়ফবষ-ংযধৎরশধমেয়েকে দেখাশোনা ছাড়া আর বাকি সময়টা কিভাবে কাটে?
আমার তো দুনিয়া বলতে মেয়েটাই। ঘরে একটা বা”চা থাকলে আর কোনো কিছুর দিকে কি মন দেয়া যায়। দিনের বেশিরভাগ সময়ই মেয়ের পেছনে চলে যায়। ওর খাওয়া-দাওয়া, গোসল থেকে শুরু করে সব দিকে ঠিকঠাক খেয়াল করছি। উঠে দাঁড়াতে না পারলেও বিছানায় শোয়া অবস্থায় ওর হাত পা ছোঁড়াছুড়ি করা এসব খুব এনজয় করি। আর এমনিতে সংসারের অন্য কাজও গোছাতে হচ্ছে। মাঝে মধ্যে সময় পেলে বই পড়া, মুভি দেখা কিংবা টিভিতে নাটক দেখাও হয়। তবে সেটা খুব কম। বিশেষত মেয়েকে ঘিরেই আমার সময়টা কাটে।
মেয়ে দেখতে কার মতো হয়েছে? আপনার নাকি তার বাবার?
হা হা হা (হাসি)। আসলে ৯০ ভাগ আমার মতো দেখতে। এটা সবাই বলেন। তবে বাবার মতোও কিছু কিছু মিল আছে। আসলে মেয়েটা তো আমার একার নয়। ওর বাবা মহিম করিমেরও। তাই চেহারায় বাবা মা দুজনেরই ছাপ থাকবে এটাই স্বাভাবিক।
ওকে ঘিরে আপনার পরিকল্পনা কি?
এটা আসলে ডিপেন্ড করবে মেয়ের ওপর। আমাদের বাবা মা চাইতেন সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। কিন্তু ওর প্রতি আমার সে ধরনের কোনো চাওয়া নেই। সে বড় হয়ে কোন দিকে পারদর্শী সেটা দেখবো। তারপর মেয়েকে সে বিষয়ের ওপর পড়াশোনা করাবো।
মেয়ের কথা তো বললেন। আপনার পরিকল্পনার কথা জানতে চাই। মিডিয়াতে ফেরার বিষয়ে কিছু ভাবছেন?
সেভাবে কিছু ভাবিনি। আমি মিডিয়ার মানুষ। সে জায়গাটা বিয়ের পর ছেড়ে দিয়েছি। ইচ্ছা তো আছে ফেরার। কিন্তু এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। কারণ আমার মেয়েটা এখনও ছোট। ওর এক বছরই এখনও পূর্ণ হয়নি। অ্যাট লিস্ট দুইটা বছর তো যেতে হবে। তখন সিদ্ধান্ত নেব, মিডিয়াতে ফিরবো কি ফিরবো না।
আপনি বিজ্ঞাপনচিত্র ও নাটকে অনেক কাজই করেছেন। এখনকার কাজগুলো কেমন লাগছে?
এখন তো চ্যানেল বেড়েছে। তাই কাজের সংখ্যাও অনেক বেড়েছে। আমার দৃষ্টিতে তো ভালোই লাগছে। বিশেষত বিজ্ঞাপনচিত্র ও নাটকের মান আগের তুলনায় ভালো হয়েছে।
নতুন শিল্পীদের কেমন দেখছেন?
নতুনরা অনেক ভালো করছেন। এখন তো অনেক নতুন মডেল, অভিনেত্রী মিডিয়ায় কাজ করে। সবার মধ্যেই পেশাদারিত্বের বিষয়টি লক্ষ্য করছি। আমি নতুন এ শিল্পীদের নিয়ে অনেক আশাবাদী।
এখন দর্শক দেশীয় চ্যানেল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বলে অনেকে মত। এক্ষেত্রে আপনার মন্তব্য কি?
বিষয়টি সত্যিই খুব দুঃখজনক। আমাদের দেশীয় মিডিয়ায় নাটক বলুন আর বিজ্ঞাপন বলুন সবই তো ভালো। নির্মাণশৈলী বা ওভার অল প্রেজেন্টেশনের কথা যদি বলি, সব ঠিকঠাক। তাহলে দর্শক কেন কলকাতার স্টার জলসা কিংবা জি বাংলার ওপর নির্ভর করছেন? হ্যাঁ, বিদেশী সংস্কৃতি আমাদের দেখতে হবে। তাই বলে সেটা নিয়মিত অভ্যাসে পরিণত করা তো ঠিক নয়।