Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

10খোলা বাজার২৪, সোমবার, ১১ জানুয়ারি ২০১৬ : ৪২ বছরে পা রাখলেন এশিয়ার অন্যতম সেক্সিয়েস্ট পুরুষ এবং বলিউডের অসাধারণ একজন অভিনেতা ঋত্বিক রোশান। ভারতীয় চল”িচত্রে যিনি বহুমুখি ধারার অভিনেতা হিসেবে পরিচিত। ঋত্বিক রোশান এ পর্যন্ত ৬ বার ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন এবং বলিউডের সর্বো”চ আয়কারী ও সর্বাধিক একজন সম্মানিত অভিনেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
ঋত্বি রোশান মূলত বলিউডের দীর্ঘদেহী একজন অভিনেতা হিসেবে বলিউডে জায়গা করে নেন। প্রথমে বাবা রাকেশ রোশানের সহকারি হিসেবে কাজ করলেও আশির দশকে শিশু শিল্পী হিসেবে অভিনয়ে নাম লেখান তিনি। এই সময়ে এসে এশিয়ার সবচেয়ে আকর্ষণীয় পুরুষের খেতাবটিও অর্জন করেছেন তিনি। বৃটিশ ম্যাগাজিন ইস্টার্ন আই’র একটি অনলাইন জরিপে বিভিন্ন দেশের কোটি ভক্ত তাকে আকর্ষণীয় পুরুষ হিসেবে নির্বাচিত করেন।
এছাড়া বলিউডের সবচেয়ে পারিশ্রমিক নেয়া অভিনেতার জায়গাটিও নাকি দখলে নিয়েছেন তিনি। তার অভিনীত আসন্ন ‘মাহেঞ্জোদারো’ ছবির জন্য সবচেয়ে বেশী পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেতা। এছাড়াও জিন্দেগি না মিলেগি দোবারা, যোদা আকবর, কই মিলগায়া ছবির জন্য ব্যাপক প্রশংসিত হয়েছেন তিনি।
উল্লেখ্য, ঋত্বিক রোশনের জন্ম ১০ জানুয়ারী ১৯৭৪সালে। তার ডাকনাম ডুগু বলুনাথ। ১৯৮০ সালে শিশু শিল্পী হিসেবে চল”িচত্রে পদার্পনের পর, ঋত্বিক রোশন ২০০০ সালে ব্লক বাস্টার কহো না পেয়ার হ্যায় চল”িচত্রের মূল চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে সূচনা করেন। তিনি তার কোইৃমিল গেয়া (২০০৩), ক্রিশ (২০০৬), এবং ধুম ২ (২০০৬) এর মত বাণিজ্যিক ভাবে সফল চল”িচত্রে অভিনয়ের জন্য বেশি পরিচিত এবং যার জন্য তিনি বেশ কয়েকটি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন। ঋত্বিক প্রখ্যাত চল”িচত্র অভিনেতা রাকেশ রোশনের পুত্র।
ব্যক্তিগত জীবনে দু’হাজার সালে বিয়ে করেন সুসান খানকে। কিন্তু চোদ্দ বছর সংসার করার পর তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। যদিও তাদের দু- সন্তান রয়েছে।