Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

35খোলা বাজার২৪, সোমবার, ১১ জানুয়ারি ২০১৬ :বলিউডে ত্রিমুখী ভালবাসার হিসেব কোষতে শুরু করলে গুণে শেষ করা যাবে না। এই তালিকার প্রথমে অমিতাভ বচ্চন, রেখা ও জয়া বচ্চনের নাম চলে আসে। বলিউডের এই ত্রিমুখী ভালবাসার শুরু তো হয়েছিল কিন্তু শেষের কাহিনী আজও লিখা চলছে।
বচ্চন সাহেবের সাথে সিনেমা করার সুবাদে একসময় রেখা ও তার মাঝে অনেক অন্তরঙ্গ সম্পর্কের সৃষ্টি হয়। তাদের প্রেমকাহিনী নিয়ে বলিপাড়ায় বিভিন্ন গল্প রয়েছে। কিন্তু জয়ার সাথে অমিতাভ বচ্চনের বিয়ের বন্ধনে আবদ্ধ হবার পর সেই প্রেম কাহিনীর ইতি ঘটে। এরপর রেখা ও অমিতাগ বচন কোন ছবিতে একত্রে অভিনয় করেনি। রেখার সাথে বচ্চন পরিবারের কোন যোগও নেই। কিন্তু এবারের এক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কিছু যেন আচমকা পরিবর্তন হয়ে গেল।
স্যানসুই স্টারডাস্ট অ্যাওয়ার্ড ২০১৬-তে প্রথমে বচ্চন সাহেবের স্ত্রী জয়ার সাথে রেখাকে আলিঙ্গন করতে দেখা যায়। তারপর অনুষ্ঠানের সবচেয়ে বড় হাইলাইট হল যখন ঐশ্বরিয়াকে পুরষ্কার দেয়ার জন্য রেখা মঞ্চে আসেন। গত বছর ঐশ্বরিয়া দীর্ঘ বিরতির পর ‘জাজবা’ ছবির মাধ্যমে বলিউডে ফিরে আসেন। তাই তাকে একটি স্পেশাল পুরষ্কার প্রদান করা হয়।
ঐশ্বরিয়া মঞ্চে যেয়ে রেখার কাছ থেকে পুরষ্কার গ্রহণ করেন এবং বলেন, ‘ইটস গ্রেট টু রিসিভ ইট ফ্রম মা’। যার অর্থ দাড়ায়, মায়ের হাত থেকে এই পুরষ্কার পেয়ে আমি অনেক আনন্দিত। সাথে সাথে রেখা তাকে জবাব দেন, বছরের পর বছর তিনি এভাবেই ঐশ্বরিয়াকে পুরষ্কার দিয়ে যেতে চান।–সূত্র: বলিউড বাবল।