Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

41খোলা বাজার২৪, সোমবার, ১১ জানুয়ারি ২০১৬ :পুরো নাম মিশেল এলিজাবেথ কিগান। জন্ম ৩ জুন ১৯৮৭ ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটির স্টোকপোর্টে। পেশা হিসেবে তিনি একজন অভিনেত্রী।
২০১৫ সালের সেরা সেক্সিয়েস্ট হিসেবে মনোনীত হয়েছেন ইংলিশ মডেল অভিনেত্রী মিশেল এলিজাবেথ কিগান।
অন্যতম সেক্সিয়েস্ট বালিকা হিসেবে গত ৫ বছর যাবৎ টানা ‘ব্রিটিশ সোপ অ্যাওয়ার্ড’ মুকুট জয় করে চলেছেন মিশেল। সম্প্রতি বিনোদনমূলক বিখ্যাত ম্যাগাজিন ‘এফএইচএম’ নতুন এই তথ্য প্রকাশ করেছে।
ম্যাগাজিনটি জানায়, একসময় মিশেল সেলফ্রাইডজ, ম্যানচেস্টার ও ম্যানচেস্টার বিমানবন্দরে কর্মরত ছিলেন। সেক্সিয়েস্ট নারী হিসেবে ২০১১ সালে এই যাত্রা শুরু করেন তিনি। ২০১৩ সালে মিশেল ‘এফএইচএম’র শিরোনামে আসেন।
গত ৫ বছর ধরে টানা এই মুকুট জয় করায় অনেক অভিনেতা-অভিনেত্রীই তাকে ছাড়িয়ে যেতে পারছে না।