খোলা বাজার২৪,সোমবার, ১১ জানুয়ারি ২০১৬: দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে বলিউডে এসে বিখ্যাত হয়েছেন এমন অভিনেত্রীদের সংখ্যা ক্রমেই বাড়ছে বলিউডে। এদের মধ্যে কেউ কেউ রয়েছেন যাদের বিদেশি নাগরিকত্ব ছাড়াও ভারতের নাগরিকত্বও রয়েছে। আবার কেউ কেউ শুধুমাত্রই বিদেশি নাগরিক। তা সত্ত্বেও বলিউড সিনেমার মাধ্যমে সারা দেশের ভালোবাসায় ভেসে গিয়েছেন তাঁরা।
আগেকার দিনে বলিউডে দেশি নায়িকাদেরই ভিড় ছিল সবচেয়ে বেশি। হাতে গোনা কয়েকজন বিদেশিনী বলিউডে অভিষেক ঘটালেও সেভাবে সফল হননি।
তবে এখন যুগ বদলেছে। বিশ্বায়নের যুগে দেশি-বিদেশি মিলেমিশে এক হয়ে গিয়েছে। নিম্নে দেখে নিন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ জন্মেছিলেন কোথায়?
ক্যাটরিনা কাইফ: সকলের পছন্দের ও বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ জন্মগ্রহণ করেন লন্ডনে।