Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

60খোলা বাজার২৪,সোমবার, ১১ জানুয়ারি ২০১৬: গত বছর ‘এন এইচ ১০‘, ‘বোম্বে ভেলভেট’ এবং ‘দিল ধারাকনে দো’র মতো বড় বাজেটের ছবিতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। কিন্তু এ তিন ছবির মাধ্যমে সফলতা তেমন একটা পাননি তিনি। ছবি তিনটি বক্স অফিসে তেমন একটা সুবিধা করতে পারেনি।
২০১৪ সালে ‘পিকে’ দিয়ে যে সফলতা দেখিয়েছিলেন আনুশকা, তার ধারাবাহিকতাটাও গত বছর ধরে রাখতে পারেননি। বরং, তিনি সংবাদে পরিণত হয়েছেন ভারতের জাতীয় দলের ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে বিভিন্ন সফরে একসঙ্গে গিয়ে। এদিকে বর্তমানে আনুশকার ক্যারিয়ারের সবে ধন নীলমনি হয়ে উঠেছেন করণ জোহর। কারণ এ গুণী পরিচালকের নতুন ছবিতে কাজ করছেন এখন তিনি। ছবির নাম ‘এ দিল হে মুশকিল’। এর বাইরে হাতে এই মুহূর্তে কোন ছবি নেই আনুশকার।
নিজের ভাগ্য ফেরাতে আনুশকাও নিজেকে শতভাগ প্রমাণের চেষ্টা করছেন এ ছবির মাধ্যমে। এ ছবিটিতে আরও অভিনয় করছেন ঐশ্বর্য রাই বচ্চন ও রণবীর কাপুর। ঐশ্বর্যের সঙ্গে এ প্রথম কোন ছবিতে কাজ করছেন তিনি। তাই ছবিটিকে ক্যারিয়ারের একটি বড় চ্যালেঞ্জ বলেও মানছেন আনুশকা। এ বিষয়ে এ অভিনেত্রী বলেন, ঐশ্বর্য রাই বচ্চন একজন অসাধারণ অভিনেত্রী। তার সঙ্গে একই ছবিতে অভিনয় করাটা আমার জন্য চ্যালেঞ্জের বলেই মনে করি। তাছাড়া এ ছবিটিও আমার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে আমি নিজের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করবো। আশা করছি ভালো কিছু হবে।