Tue. Sep 16th, 2025
Advertisements

50খোলা বাজার২৪,মঙ্গলবার,১২জানুয়ারি ২০১৬: লোলা টেলর। রাশিয়ার পর্নো তারকা। বয়স মাত্র ২২। রাতারাতি খ্যাতি অর্জন করছিল নীলছবির জগতে কিন্তু আচমকা পর্নো ছবিকে বিদায় জানালেন তিনি।
পর্নোজগত ছেড়ে এখন তিনি ছবি আঁকতে শুরু করেছেন। জানিয়েছেন, ওই জগতে আর নয়। নীল-দুনিয়া থেকে লোলা এখন সাত রঙের একটা পৃথিবীর বাসিন্দা। হাতে তুলে নিয়েছেন তুলি, প্যালেট, রং। তাঁর আঁকা ১৯টি ছবি বিক্রির তোড়জোড় চলছে। রাশিয়ার একটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছবিগুলি বিক্রি করা হবে।
তবে, একবার পর্নোজগতে নাম লিখিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা যে সহজ নয় তা লোলা এখন হাঁড়ে হাঁড়ে বুঝছেন। ঠিক যেমনটা বলিউডে বেগ পেতে হচ্ছে সানি লিওনের। ছবিগুলির কয়েকটি প্রকাশিত হওয়ার পরেই ধেয়ে এসেছে তীব্র সমালোচনা। বলা হয়েছে, ‘’নার্সারির বাচ্চারাও এই পর্নোতারকার চেয়ে ভাল ছবি আঁকতে পারে।’’ কেউ বলেছেন, ‘’এই ছবি কেনা তো দূরের কথা, দেখার যোগ্যও নয়।”
আবার অনেকে প্রশংসাও করেছেন। তবে লোলা অবিচল। জানিয়েছেন, তিনি ছবি এঁকে যাবেন। যে যাই বলুক পুরনো জীবনে আর ফিরবেন না তিনি।
এখন দেখার পালা নিজের সিদ্ধান্তে অবিচল থাকতে পারেন কিনা লোলা।
এই লোলা টেলরই একবার ধর্ষণ ঠেকানোর জন্য একটি ফ্ল্যাট থেকে ঝাঁপ দেন। অভিযোগ ছিল, দুই ব্যক্তি মস্কোর ইয়াসেনোভোতে একটি ফ্ল্যাটে তাকে ডেকে নিয়ে আসার পর, ঘণ্টার পর ঘণ্টা ধর্ষণ করে। নিজেকে বাঁচাতে তিনি ফ্ল্যাটের তিন তলা থেকে ঝাঁপ দেন।