Tue. Sep 16th, 2025
Advertisements

51খোলা বাজার২৪,মঙ্গলবার,১২জানুয়ারি ২০১৬: এ বছর এপ্রিলে রিলিজ় করবে তাঁর ছবি ‘ফ্যান।’ কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে স্বাবাবিকভাবেই তাঁকে ‘ফ্যান’ নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়। সেখানেই শাহরুখ জানান, ফ্যান হওয়ার সুযোগ তিনি পেলেন কই? ফ্যান হওয়ার আগেই তো তিনি স্টার হয়ে গেলেন। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, একজন ফ্যানের চরিত্রে অভিনয় করতে তাঁর কেমন লাগল? তার উত্তরে শাহরুখ জানান, তাঁকে মাথায় রাখতে হয়েছিল একজন ফ্যান ঠিক কেমন ব্যবহার করেন।
সুপারস্টারকে দেখলে কেমন হয় তাঁর চালচলন। সে সবই তিনি পর্দায় ফুটিয়ে তুলেছেন। ছবিতে তিনি আরিয়ান খান্নার বড় ফ্যান। রিয়েল লাইফেও কি তাই? রিয়েল লাইফেও কি শাহরুখ, শাহরুখের ফ্যান? এ প্রশ্নের উত্তরে শাহরুখ জানান, তাঁর মনে হয় যাঁরা অভিনেতা হন, তাঁরা খুব একটা নিজেদের পছন্দ করেন না। তিনি প্রত্যেকদিন সকালে উঠে অন্যভাবে নিজেকে আবিষ্কার করতে চান। সেদিক থেকে দেখলে তিনি কখনই নিজে নিজের ফ্যান নন। জানিয়েছেন শাহরুখ।