খোলা বাজার২৪, বুধবার, ১৩ জানুয়ারি ২০১৬: সম্প্রতি ‘সম্রাট’ চলচ্চিত্রের শুটিং শেষ করলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। চলচ্চিত্রটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। জুটি হিসেবে শাকিবের সাথেই এখন নিয়মিত দেখা যাচ্ছে অপুকে। দর্শক জনপ্রিয়তা বা জুটি নির্ভরযোগ্যতার জায়গা থেকে এখন পর্যন্ত সফল বলা চলে শাকিব-অপু জুটিকে। অপুও তেমনটাই মনে করেন।
তিনি বলেন, ‘শাকিব ছাড়াও আমি মাঝে অনেকের সাথে জুটি বেঁধে কাজ করেছি। কিন্তু তেমন কোনো ইতিবাচক সাফলতা দেখিনি। আমি অবশ্যই সবার সাথে কাজ করতে চাই। একজন অভিনেত্রী হিসেবে আমি চাইবো আমার বিপরীতে নতুন কোনো নায়ক থাকুক। নির্ভরযোগ্যতার জায়গায় তেমন কাউকে পাইনি।
আমার বিগত অভিজ্ঞতা থেকেই বলছি। শাকিব-অপু’ই ইন্ডাস্ট্রির সর্বশেষ সফল জুটি। এরপর আর ইন্ডাস্ট্রিতে সফল জুটি হবে না। কারণ এখন আমরা সবাই বিচ্ছিন্ন দ্বীপের মতো করে কাজ করছি।
আর জুটি প্রথা আমাদের দেশে শুধু নয়, পুরো বিশ্বেই জুটি জনপ্রিয়তা রয়েছে। তাই জুটি প্রথায় আমি পুরোপুরি বিশ্বাসী।’ অপু চলতি সময়ে ‘পাঙ্কুজামাই’ ও ‘লাভ স্টোরি ২০১৬’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এর মাঝে ‘রাজনীতি’ চলচ্চিত্রের শুটিং করবেন তিনি।