খোলা বাজার২৪, বুধবার, ১৩ জানুয়ারি ২০১৬: আইনি ঝামেলায় পড়তে চলেছেন ইরানি মডেল মনদানা করিমি? তেমন গুঞ্জনই শোনা যাচ্ছে ক’দিন ধরে। এসেছিলেন বিগ বস-এর প্রতিযোগী হয়ে। সেখান থেকেই একেবারে সোজা উত্তরণ বলি-সাম্রাজ্যে।
বিগ বস-এর ঘর যেমন কাঁপাচ্ছেন, তেমনই তাঁর শরীরী ভঙ্গিমায় ঢেউ তুলেছেন সদ্য রিলিজ হওয়া ‘কেয়া কুল হ্যায় হাম ৩’ ছবিতে।
অভিযোগ, নায়িকার নাকি এই ছবির প্রোমোশনে ১০ দিন সময় দেওয়ার কথা। কিন্তু তিনি তাঁর কথা রাখেননি। আর সেই চুক্তি ভঙ্গ করার কারণেই তিনি আইনি ঝামেলায় ফাঁসতে পারেন এমনই গুঞ্জন বলিউডের আনাচে-কানাচে।