খোলা বাজার২৪, বুধবার, ১৩ জানুয়ারি ২০১৬: প্রেমিকাকে জন্মদিনে একটি দামি গাড়ি উপহার দিয়েছেন সালমান খান। বেশ কিছু দিন ধরে কানাঘুষো শোনা যাচ্ছিল, সালমান নাকি এক বিদেশি মডেলের প্রেমে পড়েছেন। কিন্তু তিনি এ কথা স্বীকার না করলেও বিভিন্ন ছবি থেকে তাদের সম্পর্কের প্রমাণ মেলে।
এমনও শোনা যায়, গোপনে নাকি সালমানের সঙ্গে রোমান মডেল লুলিয়া ভান্তুরের এনগেজমেন্টও হয়ে গিয়েছে। সালমান এই সম্পর্কের কথা স্বীকার না করলেও ২৭ ডিসেম্বর সালমানের জন্মদিনের দিন লুলিয়াকে তাদের ফার্ম হাউজে এক সঙ্গে জন্মদিনের অনুষ্ঠান পালন করতে দেখা যায়।
জি নিউজ জানিয়েছে, সালমানের জন্মদিনের দিন লুলিয়া নাকি মোটেই খুশি ছিলেন না। কারণ তিনি ‘প্রেমে’র জন্য একটি বার্থডে গান ভিডিও করেছিলেন। যা তার জন্মদিনে চালানোর কথা ছিল। জন্মদিনের দিন মুখ ভার করেছিলেন সালমান নিজেও। জন্মদিনের পার্টিতে গার্লফ্রেন্ডকে সকলের সঙ্গে কথা বলতে দেখে মোটেই খুশি হননি তিনি। এ ঘটনার জন্য তাদের মধ্যে অল্প বিস্তর তর্ক বিতর্কও চলেছিল বলে জানা গেছে। এতে একটু রেগে যান লুলিয়া। তাহলে কি রোমান প্রেমিকার রাগ ভাঙানোর জন্যই নতুন গাড়ি উপহার দিলেন সালমান