খোলা বাজার২৪, বুধবার, ১৩ জানুয়ারি ২০১৬: অ ফ্যাশন হাউজের বিলবোর্ড মডেল হয়ে যাত্রা শুরু করেছিলেন দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা সাখাওয়াত হোসেন নিরব। নিজের অভিনয়ের মাধ্যমে নিজেকে বাংলা চলচ্চিত্রে শক্ত করে ধরে রেখেছেন। এক এক করে দর্শকদের দিযে যাচ্ছেন নতুন নতুন ছবি।
এবার আগামী ১ ফেব্র“য়ারি শুরু হচ্ছে মডেল ও চিত্রনায়ক নিরবের সিকুয়াল ‘গেম-২’-এর শুটিং। এর আগে ‘গেম’ ছবিটি যৌথভাবে নির্মিত হলেও এবার অনিক খান এককভাবে ‘গেম-২’ নির্মাণ করছেন। আগেরবারের মতোই নায়ক থাকছেন নিরব। আর নায়িকা হিসেবে আসছেন দুই নবাগতা হেলেন ও লাবণ্য। ‘গেম-২’ ছবির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।
নিরব বলেন, গেইম সিনেমার সিক্যুয়াল গেইম-২ করা হচ্ছে। তবে গেইম-২ সিনেমায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। নতুন গল্পে সিনেমাটি নির্মিত হবে। এখানে আমার চরিত্রটি একজন কিলারের। আমার সাথে আন্ডারওয়ার্ল্ডের লাবণ্য সবসময় থাকে।
নিরব আরো বলেন,‘অ্যাকশনধর্মী এই ছবিতে আমি একজন পেশাদার খুনি চরিত্রে অভিনয় করব। এরই মধ্যে আমরা ফটোশুট করেছি। প্রমোশনালের জন্য শুটিংও করা হয়েছে। আপনারা দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে কাজটি শেষ করতে পারি।’
উল্লেখ্য, গত বছরের শুরুতেই মুক্তি পায় ‘গেম’ ছবিটি। সফলতার পরপরই পরিচালক রয়েল খান সিদ্ধান্ত নেন, ছবিটি সিকুয়াল করার। তবে এই ছবির গল্পের সঙ্গে আগের ছবির কোনো মিল থাকবে না বলে জানিয়েছেন নায়ক নিরব।