খোলা বাজার২৪, বুধবার, ১৩ জানুয়ারি ২০১৬: নাচ হল এক প্রাকৃতিক উন্মাদনা। জীবজগতে নাচ খুবই প্রচলিত একটি বিষয়। মানবসভ্যতার বিবর্তনের সঙ্গে সঙ্গে জন্ম নিয়েছে বহু ডান্স ফর্ম। তার মধ্যে কয়েকটি সুন্দর তো বটেই, পাশাপাশি উত্তেজকও। তেমনই কিছু নাচের কথা আর ভিডিও লিঙ্ক রইল-
সালসা
জন্ম নিউ ইয়র্কে হলেও এই নাচের মেজাজটা লাতিন আমেরিকান। কিউবা, কলম্বিয়া, পুয়ের্তো রিকো-তে খুব জনপ্রিয়। আর ইদানীং ভারতেও ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে সালসা ক্লাস। শরীরী বিভঙ্গের জন্য তো বটেই, নর্তকীর খাটো পোশাকের জন্যেও উত্তেজনা বাড়ে। কেমন করে? দেখুন নীচের লিঙ্কটি-