খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০১৬: ক্যামেরার পেছনে কাজ করতে চান ‘টোয়াইলাইট’ তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট। আর সেখানেই নিজের আত্মবিশ্বাসটা বেশি খুঁজে পাবেন স্টুয়ার্ট, এমনটাই জানালেন তিনি।
২৫ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘ক্যামেরার পেছনেই আমি ভালো কাজ করবো। তাই আমি এখন পরিচালনার দিকে মনোযোগ দিতে চাই। তার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। যত দ্রুত সম্ভব আমি আমার সিনেমার কাজ গুছিয়ে পরিচালনা শুরু করবো।’
পরিচালনার ক্ষেত্রে ক্রিস্টেন কোন ঘরনার সিনেমা নির্মাণ করতে চান, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোন ধারা সিনেমা বানাবো সেটা এখনও ঠিক করিনি। তবে ভয়ঙ্কর কোনো বিষয় নিয়ে অবশ্যই বানাবো না।’ ‘পার্সোনাল শপার’ সিনেমায় কাজ করতে গিয়ে তার ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকেই তিনি বলেন, ‘এই ছবিটিতে অভিনয় করতে গিয়ে মৃত্যুর কাছে চলে গিয়েছিলাম। প্রথম এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে। দিনে ১৬ ঘণ্টা আর সপ্তাহে ছয় দিন দৌড়ের ওপর ছিলাম প্যারিসে। দম ফেলার কোনো সময় পাইনি।’ আগামী মে মাসে ৬৯তম কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হবে ‘পার্সোনাল শপার’ সিনেমাটির।