খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০১৬: সোনাক্ষীকে সোনম বলে এক অ্যাওয়ার্ড সেরিমোনিতে ভুল করেছিলেন তিনি-এমনটা খবর ছড়িয়েছিল বলিপাড়ার গুজবে। আর সে খবর চোখে পড়তেই চটে লাল প্রীতি জিনতা। সংবাদমাধ্যমকে একহাত তো নিয়েইছেন, উলটো ভুল খবর ছাপার জন্য সংবাদিকের কোনও শাস্তি হবে কি না, সে প্রশ্নও তুলেছেন।
অ্যাওয়ার্ড সেরিমোনিতে প্রীতি সোনাক্ষীকে সোনম বলে ডেকেছিলেন বলেই শোনা গিয়েছিল। এমনকি প্রীতি মদ্যপ ছিলেন বলেও বলিঅন্দরে খবর ছড়িয়েছিল। যদিও প্রীতির থেকে এতদিন কোনও কিছু শোনা যায়নি। তাঁর সম্বন্ধে যে এরকম খবর রটেছে তাই জানতেন না তিনি।
খবর চোখে পড়ার সঙ্গে সঙ্গে রুদ্রমূর্তি নায়িকার। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেই সব ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর পোস্টের শ্লেষই জানিয়ে দিচ্ছে, এ খবরে মোটেও খুশি নন তিনি। সেইসঙ্গে তাঁর প্রশ্ন এরকম ভুল খবর দেওয়ার জন্য সাংবাদিককের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে। সেইসঙ্গে তাঁর আরও প্রশ্ন করেন, যাচাই না করে এরকম খবর ছাপা হয় কী করে?
প্রীতির গুসসার জবাবে অবশ্য ওই বিশেষ সংবাদপত্রের তরফে এখনও কিছু জানানো হয়নি।