Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

41খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০১৬: তিনি শুরু থেকেই তাঁর বোল্ড অভিনয়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট বক্তা হিসেবেও বেশ জনপ্রিয়। বলিউড দুনিয়ায় তাঁর অন্য ধারার অভিনয় মানুষের মন কেড়েছে শুরু থেকেই। যার প্রমাণ আমরা পেয়েছি তাঁর অভিনিত গ্যাঙ্গস্টার, লাইফ ইন এ মেট্রো, ফ্যাশন, ক্যুইন, তন্নু ওয়েডস্ মন্নু ইত্যাদি অনেক ছবিতেই। তিনি কঙ্গনা রানাউত।
সম্প্রতি তিনি আবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। তাঁর সোজা সাপটা কথার জন্য। সম্প্রতি তিনি একটি প্রেস মিটে বলেছেন, “আমি সতী-সাবিত্রী নই, হতেও চাই না।” তিনি আরও বলেন, “ভারতীয়রা এমনিতেই একটু বেশি সহানুভূতিশীল এবং সব সময়ই অনুনয়-বিনয়ের উপর নির্ভরশীল। তাদের আরও বেশি দৃপ্ত, বলিষ্ঠ হয়ে উঠতে হবে ভভিষ্যতে। এতে তারা তাদের জীবনকে আরও ভাল ভাবে উপভোগ করতে পারবে।”
ঠিকই তো! এমন কথা বলিউড ‘ক্যুইন’-এর মুখেই মানায়।