খোলা বাজার২৪, শুক্রবার, ১৫ জানুয়ারি ২০১৬: আজ থেকে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘আলভিন অ্যান্ড দ্য চিপমাঙ্কস’ সিরিজের চতুর্থ ছবি ‘দ্য রোড চিপ’। গত ১৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া চলচ্চিত্রটি নির্মাণ ব্যয় ৯০ মিলিয়ন ডলার পেরিয়ে এরইমধ্যে আয় করেছে ১১২ মিলিয়ন ডলার।
ওয়াল্ট বেকারের পরিচালনায় এবারের ছবিতেও কণ্ঠ দিয়েছেন জাস্টিন লং, ম্যাথিউ গ্রে গাবলার, জেসি ম্যাকার্টনি, ক্রিস্টিনা অ্যাপ্লিগেইট প্রমুখ। একইসাথে মুক্তি পাচ্ছে চীনে রেকর্ড আয় করা চলচ্চিত্র ‘মনস্টার হান্ট’।