Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

42খোলা বাজার২৪, শুক্রবার, ১৫ জানুয়ারি ২০১৬: করিশমা কাপুরের বিরুদ্ধে এবার আদালতে গুরুতর অভিযোগ এনেছেন তাঁর সাবেক স্বামী সঞ্জয় কাপুর। নতুন করে ডিভোর্সের আবেদন দাখিল করে তাঁর অভিযোগ, টাকার জন্যই তাঁকে বিয়ে করেছিলেন করিশমা। তিনি অভিযোগ করেন, কারিশমা সেপারেশনের শর্ত মানছেন না এবং নিজের সন্তানদের দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করে আরো টাকা আদায়ের চেষ্টা করছেন। বিচ্ছেদ আগেই হয়েছে। শর্তসাপেক্ষে আলাদাই থাকেন সঞ্জয় কাপুর ও করিশ্মা কাপুর।
ডিসেম্বরেই সঞ্জয় কাপুর আদালতে পিটিশন দখিল করে জানিয়েছিলেন, করিশমা তাঁর দুই সন্তান সামারিয়া ও কিয়ানকে সঞ্জয় কাপুর ও তাঁর পরিবারের সঙ্গে নিয়মিত দেখা করতে দেন না। সন্তানদের দেখিয়ে বাড়তি টাকা আদায়ের চেষ্টা করছেন তিনি। আর এবার বান্দ্রা আদালতে নতুন করে ডিভোর্সের আবেদন দাখিল করে ব্যবসায়ী সঞ্জয় কাপুরের অভিযোগ, টাকা দেখেই তাঁকে বিয়ে করেছিলেন করিশ্মা। আবেদনে বলা হয়, “২০০৩ সালে অভিষেক বচ্চনের সঙ্গে ব্রেক-আপ হওয়ার পর টাকার জন্য সঞ্জয় কাপুরকে বিয়ে করেন করিশমা।
তিনি একজন স্ত্রী, একজন পুত্রবধূ এমনকী একজন মা হিসেবেও ব্যর্থ হয়েছেন।” শুধু তাই নয়, করিশমা সবসময় নিজের ক্যারিয়ারকে তাঁর স্বামী ও পরিবারের আগে রেখেছেন বলে অভিযোগ করেছেন সঞ্জয়। করিশমা নিষ্ঠুরভাবে তাঁর অসুস্থ বাবাকেও বঞ্চিত করেছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি। সন্তানদের সঙ্গে দেখা করতে না দেওয়ায় ছয়মাস পর তাঁদের শোকে বাবা মারা গেছেন বলেও দাবি করেছেন সঞ্জয়। তবে এ ব্যাপারে করিশমার আইনজীবীর দাবি, অভিযোগ সঠিক নয়। সঞ্জয় মিথ্যা গল্প সাজিয়ে করিশমার সন্তানদের ক্ষতি করার চেষ্টা করছেন- আদালতে এটাই তুলে ধরবেন বলে জানিয়েছেন তিনি।