খোলা বাজার২৪,শনিবার, ১৬ জানুয়ারি ২০১৬: নন্দনা সেন
মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি। মিডিয়ার আনাচ-কানাচ থেকে প্রতিনিয়ত নতুন নতুন মুখ এসে ভিড় জমায় এখানে। নজরে আসার জন্য শরীরী সৌন্দর্য আর বেপরোয়া আবেদনের পথ খুঁজে নেন অনেকেই। তাতে সাময়িক আলোচনা হলেও শেষটায় আর শুধু ‘ওটুকু’ দিয়েই টিকে থাকা সম্ভব হয় না অনেকেরই। নন্দনা সেনের কথাই ধরুন। রন্দীপ হুডার সঙ্গে ‘রং রসিয়া’ ছবিতে অগণিত দৃশ্য কেবল আবেগঘন নয়, নান্দনিকও করে তুলতে পেরেছিলেন বটে নন্দনা। কিন্তু সেখানেই আটকে গেছে তাঁর ক্যারিয়ার, আর কোনো বিশেষ কাজ পাননি তিনি।
তনুশ্রী দত্ত
‘আশিক বানায়ে আপনে’তে পোশাক আর এমরান হাশমির সঙ্গে ঘনিষ্ঠ সব দৃশ্যে অভিনয় করে রীতিমতো শোরগোল তুলেছিলেন কলকাতার মেয়ে তনুশ্রী। কিন্তু ওটুকুই, বলিউডে এর পরে আর কিছুই করতে পারেননি তিনি।
উদিতা গোস্বামী
‘আকসার’, ‘জেহের’, ‘পাপ’—সব ছবিতে উদিতা গোস্বামীর উপস্থিতি ছিল দুর্দান্ত ‘বোল্ড’। আর ঘনিষ্ঠ দৃশ্যাবলির কথা বলা বাহুল্য। এর পরেই চট করে হারিয়ে গেছেন মুম্বাই থেকে।
–