Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

37খোলা বাজার২৪,শনিবার, ১৬ জানুয়ারি ২০১৬: শাহরুখ এবং সালমান এবার একই মামলায় আদালতের দ্বারস্ত হতে চলেছেন। গত শনিবার তাদের বিরুদ্ধে করা মামলা আদালত আমলে নেয়ার পড়ে নতুন করে আইনের কাঠগড়ায় দাড়াতে হবে তাদের।
গত বছর শাহরুখ তার দিলওয়ালে সিনেমার প্রচারণার জন্য সালমানের জনপ্রিয় টিভি শো বিগ বসে আসেন। শো এর পরিচালনাকারীরা শাহরুখ-সালমানের বন্ধুত্ব সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য অনেক অ্যাড করেন। সেই অ্যাডগুলোর মধ্যে একটিতে দেখা যায়, শাহরুখ-সালমান একটি কালি মন্দিরে দাড়িয়ে কথা বলছেন। কিন্তু সেখানে তাদের পায়ে জুতা পরিহিত ছিল।
এই নিয়ে হিন্দু মাহাসাভার জেলা প্রেসিডেন্ট ভারত রাজপুত মিডিয়াকে বলেছেন, ‘আমি শাহরুখ-সালমানের ভিডিওর দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেছি যে, তারা একটি কালি মন্দিরের মাঝে কীভাবে জুতা পরিধান করে দাড়িয়ে আছেন। দীর্ঘ কয়েকদিন যাবত চ্যানেল সেই ভিডিও তাদের চ্যানেলে সম্প্রচার করেই যাচ্ছেন। আমরা কেউ এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেইনি। যদি আমরা কিছু করতে যাই, তাহলে আমাদের অসহিঞ্চু বলে আখ্যায়িত করা হবে। কিন্তু আমাদের ধর্মীয় অনুভূতির উপর এই দৃশ্য আঘাত এনেছে।’
রাজপুত সেই চ্যানেলকে নোটিশ দেয়ার পরও তাদের পক্ষ থেকে কোন ব্যবস্থা না নিতে দেখে তারা এবার আদালতে এই বিষয়ে মামলা দায়ের করেছেন। আদালত সেই মামলার জন্য আগামী ১৮ই জানুয়ারি শুনানি নির্ধারণ করেছেন।–সূত্র: ইন্ডিয়া টিভি।