খোলা বাজার২৪, রবিবার, ১৭ জানুয়ারি ২০১৬: আশ্চর্য সব পোশাক পরে সর্বদাই খবরে থাকেন তিনি। সঙ্গে উদ্দাম জীবনযাপন তো রয়েইছে। কিন্তু ওই সব বিচিত্র পোশাকের ভিতরে থাকা মানুষটার মন যে কতটা বড়, তা-ই দেখল বিশ্বের সিনে দুনিয়া। লেডি গাগার ক্ষেত্রে একে বলাই যায় একেবারে ‘ঙঁঃ ড়ভ নড়ী‘।
পপস্টার লেডি গাগা জীবনের প্রথম অস্কারের মনোনয়ন উৎসর্গ করলেন যৌনহেনস্থার শিকার থেকে ঘুরে দাঁড়ানোদের জন্য। ‘ঞরষষ ওঃ ঐধঢ়ঢ়বহং ঃড় ণড়ঁ’ গানটির জন্য ২০১৬-এ অস্কারে মনোনীত হয়েছেন ২৯ বছর বয়সি গাগা। মার্কিন কলেজ ক্যাম্পাসে ধর্ষণ ও যৌননিগ্রহের উপর তৈরি তথ্যচিত্র ‘দ্য হান্টিং গ্রাউন্ড’-এর বেস্ট অরিজিনাল সং বিভাগে মনোনয়ন পেয়েছেন লেডি গাগা। কয়েক মাস আগেই লেডি গাগা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তিনিও ছোটবেলায় এক প্রোডিউসারের যৌনলালসার শিকার হয়েছিলেন।
গাগা-র সেই স্বীকারোক্তি সাড়া ফেলে দিয়েছিল তামাম দুনিয়ায়। এবার যৌনহেনস্থার প্রতিবাদে অস্কারের মঞ্চকেই বেছে নিলেন গাগা। লেডি গাগা সোশ্যাল মিডিয়ায় একটি খোলা চিঠিতে লিখেছেন, ‘এই মনোনয়ন তামাম বিশ্বের সব ধর্ষিত ও তাঁদের পরিবারের প্রতিবাদের কণ্ঠ। ধন্যবাদ অ্যাকাডেমি যৌননিগৃতদের পাশে দাঁড়াতে এগিয়ে আসার জন্য। সব যৌননিগৃতদের হয়ে আমাদের এই প্রতিবাদকে সম্মান জানানোর জন্য অশেষ ধন্যবাদ