খোলা বাজার২৪, রবিবার, ১৭ জানুয়ারি ২০১৬: ফের বিয়ের পিঁড়িতে কবীর বেদি! ৭০তম জন্মদিনেই ৪১বছর বয়সী পারভিন দুসাঞ্চের সঙ্গে শুভকাজটা সেরেই ফেললেন তিনি। ১০ বছরের প্রেম, তারপরই বিয়ে। ঘনিষ্ঠ সূত্রের খবর, মুম্বাইতেই কবীর বেদির জন্মদিন উপলক্ষ্যে পার্টি রাখা হয়। আমেরিকা, লন্ডন, দুবাই, মালয়েশিয়াতে পাঠানো হয়েছিল জন্মদিনের কার্ড।
সেখানে লেখা ছিল, ‘কধনরৎ ইবফর ধহফ চধৎাববহ উঁংধহল রহারঃব ুড়ঁ ঃড় কধনরৎ’ং নরৎঃযফধু, ধহফ পড়সব বধৎষু ভড়ৎ ঃযব ঝঁভর ঢ়বৎভড়ৎসধহপব.’। কবীর বেদির জন্মদিন ছিল ১৬ জানুয়ারি। তার আগেরদিনই স্পিডবোটে পালিত হয় তাঁর বার্থডে। উপস্থিত ছিলেন পারিবারিক বন্ধু-বান্ধবরা।
বিয়ে প্রসঙ্গে একটি জনপ্রিয় সংবাদমাধ্যমকে বিশিষ্ট অভিনেতা কবীর বেদি জানিয়েছেন, পারভিন আর আমি ১০ বছরের বেশি সময় ধরে একে অপরকে ভালোবাসি। এই সময়ে বিয়ে করার সিদ্ধান্তটা, পুরোটাই পারভিনের। ছ বছর আগে, হাঁটু মুরে ওকে প্রোপোজ় করি। ও রাজিও হয়ে যায়। কিন্তু পুরোটাই গোপনে। আমার জন্মদিনে সকলেই উপস্থিত ছিল। তখনই পরভিন বিয়ের সিদ্ধান্তটা নেয়। গোটাটাই খুব তাড়াতাড়ি হয়ে গেল। আলিবাগে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠরাই উপস্থিত ছিলেন।