Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

44খোলা বাজার২৪, রবিবার, ১৭ জানুয়ারি ২০১৬: বাজিরাও মস্তানি আর পিকুর মধ্যে ছিল জোরদার টক্কর। তবে শেষ হাসি হাসল বাজিরাও-ই। দু হাজার ষোলো ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে নটি পুরস্কার ঘরে তুললেন সঞ্জয়লীলা বনশালী।
সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতা রণবীর সিং, সেরা পার্শ্ব অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, সেরা নেপথ্য গায়িকা শ্রেয়া ঘোষাল।
অন্য দিকে সুজিত সরকারের পিকু জিতেছে ছটি পুরস্কার। সেরা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। পাশাপাশি সমালোচকের বিচারে সেরা ছবি হল পিকু। বছরের শুরুতেই রয় ছবির গান জনপ্রিয়তার শিখরে ওঠে। সূরয ডুবা হ্যায় গানটির জন্য সেরা পার্শ্ব গায়ক হলেন অরিজিৎ‍ সিং।২৪ঘন্টা।