খোলা বাজার২৪, সোমবার, ১৮ জানুয়ারি ২০১৬ : পার্কিং নিয়ে ঝামেলায় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে এফআইআর করলেন এক মহিলা। বচসার সময় মহিলার গায়ে হাত তুলেছেন নওয়াজ এমনই অভিযোগ। রবিবার মুম্বইয়ের ভর্সোভা পুলিশ থানায় এই অভিযোগ দায়ের হয়। ভারতীয় বেশ কিছু গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
সেই মহিলা জানিয়েছে, ‘আমরা বেশ কয়েকবার লিখিত অভিযোগ করেছি হাউজিং কমপ্লেক্সের পার্কিং-এর জায়গা খালি রাখার জন্য। কিন্তু হাউজিং-এ গাড়ি রাখতে না দেওয়ার জন্য দুজন বাউন্সারকে আনা হয়েছিল। যখন আমার মেয়ে ফটো তোলার চেষ্টা করে তখন নওয়াজ ও তাঁর ভাই আমাদের গায়ে হাত তোলেন আর গালাগাল করেন।
সম্প্রতি নওয়াজুদ্দিন অভিনীত মাঝি- দ্যা মাউন্টেন ম্যান ছবিটি বেশ প্রশংসা করিয়েছে। এবার তাঁর আসন্ন ছবি রইজ-এর জন্য ব্যস্ত রয়েছেন এই অভিনেতা।