খোলা বাজার২৪, সোমবার, ১৮ জানুয়ারি ২০১৬ : গত বৃহস্পতিবার অভিনেতা নাইমের সাথে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন নৃত্য ও অভিনয়শিল্পী নাদিয়া। এর আগে ২০০৮ সালের ২৮ ডিসেম্বর প্রথম বিয়ে হয় নাদিয়ার। স্বামী ছিলেন মডেল ও অভিনেতা শিমুল।
পাঁচ বছর প্রেম করে বিয়ে করেন শিমুল-নাদিয়া। বিয়ের পরেও কেটেছে পাঁচ বছর। তবে দেড় বছর ধরে আলাদা থাকছিলেন দুজন। এরই মধ্যে নাইমের সাথে প্রেমে জড়িয়ে যান নাদিয়া। বিয়েও করে ফেললেন দ্রুত।
এদিকে নাদিয়ার সাবেক স্বামী অভিনেতা শিমুল ‘নাদিয়া-নাইমের বিয়ে নিয়ে এই প্রথম মুখ খুললেন। জানালেন, কিছু ভুল বোঝাবুঝি হয়, আমি সর্বোচ্চ চেষ্টা করেছিলাম সংসার টিকিয়ে রাখার। কিন্তু নাদিয়া শেষ পর্যন্ত আমার সাথে থাকে নি।
শিমুল বলেন, নাদিয়া অনেক ভালো একটা মেয়ে। আমি এখনও তাকে ভালোবাসি। নাদিয়ার বিরুদ্ধে আমার কোনও অভিযোগ নেই। তার জন্য আমার শুভ কামনা থাকবে। নাইমও ভালো ছেলে। তার জন্যও আমার শুভ কামনা জানিয়ে বাকি জীবনটা তাদের আনন্দময় হোক এমনটাই চান শিমুল।
শিমুল বলেন, আমার একটাই তো জীবন আমার জীবন ভালোভাবে কেটে যাবে এটা নিয়ে চিন্তা করি না।