Fri. Sep 19th, 2025
Advertisements

23খোলা বাজার২৪, সোমবার, ১৮ জানুয়ারি ২০১৬ : বর্তমানে বিশ্বের দরিদ্র ৩৫০ কোটি মানুষের মোট সম্পদের সমান সম্পদ রয়েছে মাত্র ৬২ জন ধনীর কাছে। আর শীর্ষ ১ শতাংশ ধনী ধারণ করছে বাকি ৯৯ শতাংশ মানুষের সমান সম্পদ।
দারিদ্র বিমোচনে কাজ করা আর্ন্তজাতিক সংস্থা অক্সফাম ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক আর্থিক পরিসেবা প্রতিষ্ঠান ক্রেডিট সুইস ও মার্কিন সাময়িকী ফোর্বসের তথ্যের ভিত্তিতে এ হিসাব দাঁড় করিয়েছে অক্সফাম।
সোমবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্বনেতাদের সম্মেলনে বৈশ্বিক অর্থনৈতিক অসাম্য দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে অক্সফাম।
অক্সফামের গত বছরের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের সম্পদকে দুই ভাগ করা হলে তলানির অর্ধেক মানুষের সমান সম্পদ রয়েছে ৮০ জন ধনীর কাছে। এ ক্ষেত্রে এই ধনকুবের সংখ্যা ২০১৪ সালে ছিল ৮৫ ও ২০১০ সালে ছিল ৩৮৮।
ওয়াল স্ট্রিট জার্নালকে অক্সফামের জ্যেষ্ঠ গবেষক নিক গ্যালাসো বলেন, বর্তমানে বিশ্বে প্রকা- অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হয়েছে। এই প্রবণতা আরো অবনতির দিকে যাচ্ছে।