Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

31খোলা বাজার২৪,মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০১৬: শচীনের ভূমিকায় এ বার স্বয়ং টেন্ডুলকর! হ্যাঁ, বলিউডে বাতাসে এখন এই খবরই উড়ে বেড়াচ্ছে। বাইশ গজে মস্তানি দেখানোর দিন শেষ! এ বার কি বড় পর্দায় ছক্কা হাঁকাবেন লিটল মাস্টার? তেমনই জল্পনা এখন তুঙ্গে। বায়োপিকে নাম ভূমিকায় অন্য কেউ নন। অভিনয় করবেন তিনি নিজেই!
চলতি বছরে বি-টাউনে যেন ক্রিকেট আর ক্রিকেটারদের উপর ফিল্ম তৈরির হাওয়া বইছে। মহেন্দ্র সিংহ ধোনি থেকে শুরু করে মহম্মদ আজহারউদ্দিন— ক্রিকেট নিয়ে মুক্তিপ্রাপ্ত ফিল্মের সংখ্যা ক্রমশ বাড়ছে। এ বার শোনা যাচ্ছে, শচীন টেন্ডুলকারের জীবনী নিয়ে ফিল্ম আসতে চলেছে। এমন ইঙ্গিত দিয়েছেন স্বয়ং শচীনই! ‘ক্রিকেট গড’ আরও জানিয়েছেন, তিনি নিজেই রুপোলি পর্দায় আসতে চলেছেন। ছবির কাজও নাকি গত বছর থেকে শুরু হয়ে গিয়েছে।
শচীনকে নিয়ে বায়োপিকের প্রযোজনা করছে মুম্বইয়ের সংস্থা ‘২০০ নট আউট’। বিজ্ঞাপনী ছবি থেকে শুরু স্বল্পদৈর্ঘ্যের ছবিতে হাত পাকালেও ‘২০০ নট আউট’ এ বার বেশ বড়সড় প্রজেক্টে হাত দিয়েছে। সচিনের বায়োপিকে তাঁর নানা গুরুত্বপূর্ণ ক্রিকেটীয় মুহূর্ত থাকছে। ফিল্মের পরিচালায় থাকছেন লন্ডন নিবাসী রাইটার-ডিরেক্টর জেমস আরস্কাইন। অবসরের পর শচীন নানা কাজে ব্.স্ত থাকলেও মাঝে-মধ্যে সময় দিয়েছেন ফিল্মের শুটিংয়ের কাজে।
তবে এখনও পর্যন্ত নাকি ফিল্মের নাম ঠিক করে উঠতে পারেনি প্রযোজনা সংস্থা। গত বছর শচীন নিজেই এ ব্যাপারে তাঁর ফ্যানদের সাহায্য চেয়েছিলেন। বায়োপিকের জন্য একটা যুতসই নাম বেছে দিতে তাঁদের কাছে আর্জিও জানিয়েছিলেন ক্রিকেট দেবতা।
সূত্র: আনন্দবাজার পত্রিকা