Tue. Sep 16th, 2025
Advertisements

download (1)খোলা বাজার২৪,মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০১৬: নরসিংদীথেকে তোফাজ্জল হোসেন:সরকারী আদেশ লঙ্ঘন করে মাহফুজ মিয়া (১১) নামে এক ছাত্রকে পিটিয়ে অজ্ঞান করে দিয়েছে প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান। গত ৯ জানুয়ারী রায়পুরা উপজেলার উত্তরবাখরনগর ইউনিয়নের লোচনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনাটি ঘটেছে। গতকাল রবিবার ছাত্র মাহফুজ মিয়ার অভিভাবক অহিদ মিয়া নরসিংদী জেলা প্রশাসকের নিকট এই মর্মে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান ছাত্র পেটানো শিক্ষক হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বহুসংখ্যক ছাত্রকে পিটানোর অভিযোগ রয়েছে। এই শিক্ষকের ভয়ে ছাত্র-ছাত্রীরা স্কুলে যেতে ভয় পায়। গত ৯ জানুয়ারী লোচনপুর গ্রামের মৃত বারিকের পুত্র মাহফুজ মিয়া স্কুলে পাঠদানে ব্যর্থ হলে প্রধান শিক্ষক রেগে অগ্নিশর্মা হয়ে উঠেন এবং তাকে উপযুপরি বেত্রাঘাত করতে থাকেন। এক পর্যায়ে ছাত্র মাহফুজ মিয়া ক্লাশ কক্ষে প্রশ্রাব করে দিতে বাধ্য হয় এবং অজ্ঞান হয়ে পড়ে। পরে উপস্থিত লোকজন তাৎক্ষনিকভাবে মাহফুজকে স্কুল থেকে উদ্ধার করে স্থানীয় তুলাতলী সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করে। এর আগে প্রধান শিক্ষক মজিবুর রহমান চতুর্থ শ্রেণীর ছাত্রী স্মৃতি বেগমকে পিটিয়ে হাসপাতালে পাঠায়। এছাড়া তার বিরুদ্ধে ছাত্রদের নিকট থেকে পরীক্ষার অতিরিক্ত ফি বাবদ ৫ টাকার পরিবর্তে ১৫ টাকা এবং ১০ টাকার পরিবর্তে ২৫ টাকা আদায় করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। স্কুলের ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অভিযোগ দায়ের করা হয়েছে।